মনিপুরের ভয়াবহ ধসে মৃতদের মধ্যে নজন দার্জিলিং এর জওয়ান ছিলেন বলে খবর

নিজিস্ব সংবাদদাতা:মনিপুরের ভয়াবহ ধসে মৃতদের মধ্যে নজন দার্জিলিং এর জওয়ান ছিলেন বলে খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার টুপুল ইয়ার্ড রেলওয়ে নির্মাণস্থলের কাছে 107টেরিটোরিয়াল আর্মি ক্যাম্পে ধস নামে। এখনও পর্যন্ত 16 জনের দেহ উদ্ধার করা হয়েছে। মৃতদের মধ্যে রয়েছেন দার্জিলিং( 107 নম্বর টেরিটোরিয়াল আর্মি ইউনিট)-এর 9 জওয়ান। তাঁরা দার্জিলিঙের বাসিন্দা বলেই জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। টুইট বার্তায় তিনি বলেছেন, আমি মর্মাহত এটা শুনে যে মৃত জওয়ানদের ন’জন আমাদের রাজ্যের দার্জিলিঙের বাসিন্দা। মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। মুখ্যমন্ত্রী আরও জানিয়েছেন জওয়ানদের পরিবারের প্রতি আমার গভীর সমবেদনা থাকল।আমি রাজ্য সরকারের পক্ষ থেকে ওই নজন মৃত জওয়ানদের আনার ব্যাবস্থা করছি। মুখ্যমন্ত্রী জানিয়েছেন যদি আরও জওয়ান থেকে থাকেন কিংবা কেউ আহত থাকেন তবে রাজ্য সরকার তাদের ফিরিয়ে আনবার ব্যাবস্থা করবে। মুখ্যমন্ত্রী বিধায়ক শান্তা ছেত্রীকে দায়িত্ব দিয়েছেন যাতে ওই জওয়ানদের নিরাপদে দার্জিলিং এ নিয়ে আসা যায়। মুখ্যমন্ত্রী ওই সব মৃত জওয়ানদের পরিবারকে এককালীন ক্ষতিপূরন দেবার ব্যবস্থা করবেন বলে ঘোষনা করেন।