|
---|
বাবলু হাসান লস্কর, কুলতলী দক্ষিণ চব্বিশ পরগনা : দীর্ঘ দুই বছর যাবত করোনার কারণে রথযাত্রা তেমন না দেখা গেলেও এ বছরের প্রতিটি প্রান্তে পূণ্য তিথিতে মহা সমারোহে পালিত হচ্ছে রথযাত্রা। এই রথযাত্রা কে নিয়ে নানা মুনির নানা মত, আবহমান কাল ধরে চলে আসছে বঙ্গের প্রতিটি কোনায় কোনায়। রথযাত্রা লোকারণ্য মহাধুম ধাম ভক্তরা লুটায়ে পথে করিছে প্রণাম রথ ভাবে আমি দেব পথ ভাবে আমি মূর্তি ভাবে আমি দেব হাসে অন্তর্যামী। আবহমান কাল ধরে পুরীর শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা আর এই পুরীর জগন্নাথ দেবের রথযাত্রা সারা ভারতবর্ষে হিন্দু ধর্মাবলীদের কাছে এক অন্যতম উৎসবের দিন বিশেষ করে কোনো কোনো স্থানে এই রথযাত্রা কে নিয়ে এক পক্ষকাল ধরে চলে মেলা। এই পূণ্য লগ্নে সুখ দুঃখের দড়ি টেনে জীবনের রথ গড়িয়ে চলুক মুছে যাক জীবনের গ্লানি নিয়ে আসুক সুখ শান্তি সমৃদ্ধির বার্তা এই রথযাত্রায় ধনী গরিব সুস্থ ও অসুস্থ সকলের হৃদয়ে ভরে উঠুক অনাবিল আনন্দ।