মথুরাপুর দু নম্বর ব্লকের খাড়ী ঘোষের চকে গভীর রাত্রে এক ব্যক্তির বাড়িতে দুষ্কৃতীর হামলা

নতুন গতি ওয়েব ডেস্ক: রাত বারোটার সময় খাড়ি ঘোষেরচক গ্রামের বাসিন্দার আইযুব আলি মোল্লা 45 বাড়িতে হামলা চালায় একদল দুর্বৃত্ত। আইয়ুব আলী বলেন,গত 2014 সালের খাড়ী অঞ্চলে যে চারজন মার্ডার হয়েছিল তাহার সাক্ষী হিসাবে আমি একমাত্র বেঁচে আছি। প্রথমবারে আমি সাক্ষী দিয়ে ফিরে আসি এবং সেই সাক্ষী জজ সাহেব লিপিবদ্ধ করেন। এবার আমার শেষ সাক্ষী দিতে হবে 12.05.21 তারিখে। এই মাডার টি করেছিল তৃণমূলের দুষ্কৃতীরা।

    আমিও অর্থাৎ আইয়ুব আলী বলেন যে, গভীর রাতের অন্ধকারে কুড়ি পঁচিশ জন দুষ্কৃতীরা আগ্নেয়াস্ত্র নিয়ে আমাকে মারতে আসে। তখনই বুঝতে পেরে আমি অন্যত্র লুকিয়ে পড়ি। দরজা ভেঙে ঘরে ঢুকে আমাকে না পেয়ে আমার স্ত্রী পুত্র এবং বাবা কে মারধর করে। ঘরের ভিতরে সমস্ত কিছু ওলট পালট করে ও বোম্বাস্টিং করে চলে যায়। চলে যাওয়ার পর আমি পুলিশকে ফোন করি। তারপর পুলিশ এসে আমাকে টেক আপ করে। খাড়ী অঞ্চলের তৃণমূল সভাপতি নুর মোহাম্মদ বলেন যে, এটা সম্পূর্ণ মিথ্যা কথা এবং বিজেপি প্রার্থীরা পরিকল্পিতভাবে তৃণমূল সরকারকে দোষারোপ করছে। নিজের মধ্যে সম্পত্তি ভাগ ও মাডার নিয়ে এই বিবাদ। এই গণ্ডগোলের কোন রাজনৈতিক ব্যক্তিরা জড়িত নয়। এইখানে কোন বিজেপি ও তৃণমূল নিয়ে কোনো অশান্তি হয়নি। পুলিশ প্রশাসন হস্তক্ষেপ করেছেন। পুলিশ তদন্ত করে দেখবেন আসল ঘটনাটি কী ? সকল ব্যক্তি তদন্তের অপেক্ষায়।