|
---|
বাইজিদ মণ্ডল, মগরাহাট:- পঞ্চায়েত প্রধানের উপর একাধিক দুর্নীতি সহ আবাস যোজনার প্রকল্পের বাড়ি পাইয়ে দেওয়ার নাম করে টাকা নিয়েছে বহু সাধারণ মানুষের কাছ থেকে।তারই প্রতিবাদে এদিন মগরাহাট পশ্চিম ১নম্বর ব্লকের উত্তর কুসুম গ্রাম পঞ্চায়েত প্রধানের অপসারণের দাবিতে বিক্ষোভ দেখায় গ্রাম বাসীরা।এই ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।এদিকে পঞ্চায়েত প্রধান কুতুব উদ্দিন লস্কর তিনি এই অভিযোগ অস্বীকার করেন,এবং বলেন কিছু খেটে খাওয়া দিনমজুর ৭ থেকে ৮ জন তারা ঘর পায়নি তাদের লিস্টে নাম ছিল না, সেই জন্য তারা পঞ্চায়েত প্রধানের কাছে এসেছিল। সেই সুযোগে পরিকল্পিত ভাবে ISF ও CPIM মিলিত ভাবে কিছু লোকজনকে নিয়ে ভিড় করিয়ে পঞ্চায়েতে বিক্ষোভ দেখায়। পরে সেই সাতজনকে নিয়ে ভিডিও সাহেবের কাছে গিয়ে জিনিসটি মিটিয়ে নেওয়া হয় বলে তিনি জানান।