|
---|
মাইগ্রেশন লেবারদের সুরক্ষা ও আইনী অধিকার বিষয়ে বোলপুরে একটি স্বেচ্ছাসেবক সংগঠনের উদ্যোগে এক আলোচনে চক্রের আয়োজন করা হয় বোলপুরে। মঙ্গলবার স্থানীয় স্বেচ্ছাসেবকদের প্রশিক্ষন দেওয়া হয় কোন শ্রমিক যদি কর্মক্ষেত্রে উপযুক্ত বেতন না পান, কেনরকম বৈশ্যমের শিকার হন বা কোন অধিকার থেকে বঞ্চিত হোন তাহলে বিনাখরচে কিভাবে কোথায় তার সমস্যার কথা জানাবেন। এদিন স্বেচ্ছাসেবকদের প্রশিক্ষন দেন বীরভূম ডিষ্ট্রিক লিগ্যাল সার্ভিসেস অথরিটির প্রতিনিধ মহিউদ্দীন আহমেদ, উপস্থিত ছিলেন সমাজকর্মী দেবাশীষ বেরা।