|
---|
সংবাদদাতা : কলকাতা নেতাজী সুভাসচন্দ্র বোস আন্তর্জাতিক বিমান বন্দরে হাজীসাহেব তথা আল্লাহর মেহমানদের সাথে সাক্ষাত ও দোয়া নিতে যান গোবরডাঙ্গা রামকৃষ্ণ মিশনের প্রিন্সিপাল স্বামী সত্যরুপানন্দ মহারাজ, সিরাত সোশ্যাল ওয়েলফেয়ার অ্যান্ড এডুকেশনাল ট্রাস্টের রাজ্য সম্পাদক ও শিক্ষক আবু সিদ্দিক খান হজ্ব ও হাজিদের উদ্দেশ্যে কিছু কথা বলেন উত্তর চব্বিশ পরগনার ইমাম কো-অর্ডিনেটর পীরজাদা হাসানুজ্জামান, বেডসের সম্পাদক সাজাহান মন্ডল, উড়িষ্যা রাজ্যের হজ্ব কমিটির মাননীয় চেয়ারম্যান ও প্রাক্তন বিধায়ক হাজী আয়ুপ আলি খান, গোবরডাঙা রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ, বসিরহাট ব্লকের সংখ্যালঘু সেলের সভাপতি মাসুদ আলম (সাহীন), বেডসের সহ সভাপতি আলফাজ হোসেন, জেলা সম্পাদক কাইচ খান, সমাজকর্মী রেজাউল করিম, হজ সেবক আজহার ও সাবির সাহেব প্রমুখ। উপস্থিত ছিলেন রাজ্যের হজ্ব কমিটির চেয়ারম্যান ও সাংসদ জনাব নাদিমুল হকসহ আরো অনেকে।মহারাজজী বলেন, ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত ও উপাসনা হলো পবিত্র হজ্জ পালন। উপস্থিত সকল হাজীদের শুভেচ্ছা জানাতে গিয়ে বলেন আপনারা ভালো ভাবে মক্কা মদিনা শরীফে যান, সাবলীল ভাবে হজের নিয়ম কানুনগুলো করে সুস্থ শরীর নিয়ে আবার বাড়িতে ফিরুন আমি এই মহান সৃষ্টি কর্তার কাছে প্রার্থনা করি। উড়িষ্যার হজ কমিটির চেয়ারম্যান বলেন, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হাজীদের জন্য যে পরিষেবা প্রদান করেছেন সত্যি প্রশংসার দাবি রাখে। আমরা আপ্লুত। আমাদের রাজ্যের হাজীরা ব্যবস্থাপনায় যথেষ্ট খুশি।এদিন পীরজাদা হাসানুজ্জামান সাহেব ফ্লাইট ছাড়ার পূর্বে হাজি সাহেবদের নিয়ে দোয়া করেন।