|
---|
শিলিগুড়ি: শিলিগুড়ি পুর নিগমের ৩৬,৩১,৪৪৮.০০ টাকা অর্থানুকূল্যে নেতাজি সুভাষ রোড থেকে মহিলা মহাবিদ্যালয় এবং ভজন ঘোষ মোড় হয়ে পলিটেকনিক কলেজ অবধি রাস্তা মেরামত তথা উন্নয়ন প্রকল্পের শুভ উদ্বোধন করা হল আজ।এই জায়গাটি আগামীদিনে দেখবার মতন জায়গা হবে বলে জানালেন শিলিগুড়ি পুরসভার বিদায়ী চেয়ারম্যান গৌতম দেব এবং রঞ্জন সরকার,এই জায়গাগুলিকে একটু তৈরী করে দিলে পরবর্তীকালে আরো বড় সৌন্দর্যের জায়গা হতে পারে।
এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিলিগুড়ি মিউনিসিপাল কর্পরেশনের বিদায়ী সকল বোর্ড অফ আডমিনিষ্ট্রেটারেরা।সকালে বেলুন উড়িয়ে এই অনুষ্ঠানের উদ্বোধন করেন গৌতম দেব এবং রঞ্জন সরকার।উপস্থিত ছিলেন ওই এলাকার সমস্ত নাগরিকবৃন্দ।