|
---|
রাহুল রায়, পূর্ব বর্ধমান: গোটা পশ্চিমবঙ্গ জুড়ে পুলিশের উদ্যোগে শুরু হয়েছে রাঙ্গামাটি উৎসব। এই উৎসবকে কেন্দ্র করে ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেছেন বিভিন্ন থানা। মঙ্গলকোট থানা আয়োজন করেছিল ৪০ দলের নকআউট ফুটবল টুর্নামেন্ট। বৃহস্পতিবার চূড়ান্ত পর্বের ফাইনাল খেলা অনুষ্ঠিত হলো মঙ্গলকোট পুরাতন থানার মাঠে। এই খেলায় মুখোমুখি হন জয়পুর রবীন্দ্র সংঘ বনাম গনপুর সূশোর গাঁওতা। এই খেলাতে উপস্থিত ছিলেন কাটোয়ার এসডিপিও ত্রিদিব সরকার, মঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক প্রসেনজিৎ দত্ত মঙ্গলকোট গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান শান্ত সরকার সহ প্রমুখ। এই খেলাই জয়লাভ করে জয়পুর রবীন্দ্র সংঘ। ম্যান অব দ্যা ম্যাচ হন তরুণ বাগদি। জয়ী ও বিজয়ী দলকে ট্রফি প্রদান করা হয়। মঙ্গলকোট থেকে জয়ী তিনটি দল আগামীতে পূর্ব বর্ধমান জেলায় অংশগ্রহণ করতে পারবেন। এই খেলা দেখতে ভিড় জমায় মঙ্গলকোটের বিভিন্ন এলাকার মানুষজন।