|
---|
নতুন গতি নিউজ ডেস্ক: ভারত উন্নয়ন পরিষদের প্রথম বর্ষ উপলক্ষ্যে শনিবার কাউন্সিলের সদস্যরা একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেন এবং সেই অনুষ্ঠানে কাজের বিবরণ উপস্থাপন করেন।
সংগঠনের সদস্যরা জানান, অপপ্রচার থেকে দূরে থেকে কোভিড মহামারীতে তাদের সংগঠন সর্বদা জনগণের সেবায় প্রস্তুত ছিল। লকডাউনের সময় সংগঠনের সদস্যরা বিনামূল্যে খাবার ও গরিবদের বস্ত্র বিতরণ করেন।
এদিন ভারত বিকাশ পরিষদের সাধারণ সম্পাদক কৈলাশ কান্দোই জানান, আজ তুলসী দিবস উপলক্ষে সংগঠনের সদস্যরা বাড়ি বাড়ি গিয়ে মানুষের মাঝে তুলসি গাছ বিতরণ করবেন। প্রতি সপ্তাহে তুলসী গাছ বিতরণ চলবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় অতিরিক্ত সচিব বাল্মীকি প্রসাদ, আরএসএস প্রচারক শ্যামচরণ রায়সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। অনুষ্ঠান চলাকালীন সংগঠনে নারীদের পদোন্নতি দেওয়ার কথাও বলা হয়। আজ কিছু নতুন সদস্যও ভারত উন্নয়ন পরিষদে যোগ দেন।