|
---|
শিলিগুড়ি: শিলিগুড়িতেও আজ থেকে শুরু হল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দেওয়াল অধিগ্রহনের কাজ।আজ শিলিগুড়ির 14নং ওয়ার্ড মহিলা তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে শুরু হল দেওয়াল অধিগ্রহনের কাজ।আজ 14নং ওয়ার্ডের মহিলা তৃণমূল কংগ্রেস সভাপতি মীরা দত্তের নেতৃত্বে ওয়ার্ডের মহিলা কর্মীরা শুরু করলেন দেওয়াল অধিগ্রহনের কাজ।
মীরা দত্ত জানালেন আজ থেকে শুরু করা হল দেওয়াল অধিগ্রহনের কাজ,দলকে ভালবাসি নেত্রীকে ভালবাসি তাই দলের নির্দেশেই শুরু করা হল দেওয়াল অধিগ্রহনের কাজ।তিনি আরো জানালেন এক দিনে তো সময় পাওয়া যাবে না,আরো দুএকদিন লাগবে এই কাজ সম্পুর্ন করতে।যেই দাড়াক আমাদের কোন সমস্যা নেই,তবে এতটুকু বিশ্বাস আছে দল যোগ্য ব্যক্তিকেই টিকিট দেবে।আর বেশী দেরী নেই ভোটের।তাই আর দেরী করা ঠিক হবে না।14নং ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসেরই থাকবে এ বিষয়ে কোন সন্দেহ নেই আমার,জানালেন ওয়ার্ডের মহিলা সভাপতি মীরা দত্ত।