|
---|
দেবজিৎ মুখার্জি, হাওড়া: আগামী মাসেই ফের বসবে ‘দুয়ারে সরকার’ ক্যাম্প। হবে ‘পাড়ায় সমাধান’ কর্মসূচি। তার আগেই জরুরি বৈঠক ডেকেছেন মুখ্যমন্ত্রী। মুখ্যসচিব, বিভাগীয়. সচিবদের পাশাপাশি বৈঠকে থাকবেন বিভিন্ন জেলার জেলা শাসক, পুলিশ সুপাররা। তাঁরা ভারচুয়ালি যোগ দেবেন বৈঠকে।
জানা গিয়েছে, ৫ মে থেকে ৫ জুন পর্যন্ত ‘দুয়ারে সরকার’ কর্মসূচি চলার কথা। নবান্ন সূত্রে খবর, রাজ্যে মোট ১.৩৭ লক্ষ দুয়ারে ক্যাম্প হয়েছে। ৬ কোটি ৪৪ লক্ষ মানুষ দুয়ারে সরকারের ক্যাম্পে এসেছেন। তার মধ্যে ৪ কোটি ৫০ লক্ষ মানুষ পরিষেবা পেয়েছেন।