|
---|
শিলিগুড়ি: শিলিগুড়ি ইষ্টার্ন বাইপাসের জলেশ্বরী বাজারে সম্প্রতি দুর্ঘটনার পর নড়েচড়ে বসে শিলিগুড়ি পুলিশ প্রশাসন। বুধবার সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচীর মধ্য দিয়ে দুর্ঘটনায় মৃত চার জনের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। এদিন স্থানীয় হেলমেটহীন বাইক চালকদের হেলমেট প্রদানের পাশাপাশি স্থানীয় ভ্যানচালকদের অ্যাপ্রন ও দুস্থদের কম্বল দেওয়া হয়েছে পুলিশের পক্ষ থেকে। সেই সঙ্গে এলাকার বাসিন্দাদের দীর্ঘদিনের দাবি মেনে এদিন সিসিটিভি-র উদ্বোধন করা হয়।। রাস্তার উপর থেকে বাজার সরিয়ে পুরোনো বাজারের স্থানান্তরিত করা হয়েছে স্থানীয় ব্যবসায়ী সমিতির উদ্যোগে। সেই বাজারটির উদ্বোধন করেন শিলিগুড়ির পুলিশ কমিশনার গৌরব শর্মা।
এদিন শিলিগুড়ি পুলিশ কমিশনার গৌরব শর্মা বলেন, মদ্যপ অবস্থায় দুর্ঘটনা কমাতে শিলিগুড়ির যত বার রয়েছে সেই বারের মালিকদের সাথে বৈঠক করা হবে। বারের মালিকদের নির্দেশ দেওয়া হবে তারা যেন অতিরিক্ত মদ্যপানের দিকে কড়া নজর রাখে। সন্দেহ হলেই পুলিশকে জানানোর পাশাপাশি মদ্যপদের গাড়ি না চালানোর বার্তা দেয়। প্রয়োজনে অন্য গাড়ি করে তাদের বাড়ি পৌঁছে দেবার ব্যবস্থা করে দেওয়ার বার্তা দেওয়া হবে বলে পুলিশ কমিশনার গৌরব শর্মা জানান।তিনি জানান এইসব দুর্ঘটনাতে গাড়ির চালক কিংবা আরোহীদের সাথে সাথে দুর্ঘটনার কবলে পড়েন যাকে ধাক্কা দিলো সেই গাড়ির আরোহী এবং গাড়ীতে যারা থাকেন।তাই অবিলম্বে এই জিনিস বন্ধ হওয়া প্রয়োজন।