সংখ্যালঘু উন্নয়ন ও মাদ্রাসা শিক্ষা দপ্তরের উদ্যোগে ঋণ প্রদান অনুষ্ঠান মালদা মেডিকেল কলেজ এন্ড হসপিটাল অডিটোরিয়ামে

মালদা: সংখ্যালঘু উন্নয়ন ও মাদ্রাসা শিক্ষা দপ্তরের উদ্যোগে ঋণ প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হল মালদা মেডিকেল কলেজ এন্ড হসপিটাল অডিটোরিয়ামে। উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের সংখ্যালঘু উন্নয়ন ও মাদ্রাসা শিক্ষা দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী জনাব মোঃ গোলাম রাব্বানী মহাশয় এছাড়া উপস্থিত রয়েছেন রাজ্য সরকারের প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন উপস্থিত রয়েছেন মালদা জেলার জেলাশাসক রাজশ্রী মিত্র মহাশয় উপস্থিত রয়েছেন সদর মহকুমা শাসক সুরেশ চন্দ্র রানো এছাড়া উপস্থিত রয়েছেন মালদা জেলা তৃণমূলের জেলা সভাপতি রহিম বক্সি উপস্থিত রয়েছেন বৈষ্ণব নগর বিধানসভার বিধায়িকা চন্দন হালদার ছিলেন বিধায়ক নিহার রঞ্জন ঘোষ ও সাবিনা ইয়াসমিন সহ অন্যান্যরা।

    এই দিন এই অনুষ্ঠানে সংখ্যালঘু মহিলা ও পুরুষদের হাতে বিভিন্ন স্কিনে লোনের টাকা তুলে দেন মন্ত্রী থেকে শুরু করে বিধায়কেরা। দপ্তরের দায়িত্ব পেয়ে প্রথম মালদা জেলা থেকে এই ঋণ প্রদান শুরু করলেন মন্ত্রী জনাব মোহাম্মদ গোলাম রাব্বানী। আজকে মোট ২৭৭ টি গ্রুপে মোহর ৩০৭৮ জনকে ঋণ দেওয়া হয়। যার মূল্য ৭.১৭ কোটি টাকা।