|
---|
নিউজ ডেস্ক,নতুন গতি: সোনারপুর বই মেলাতে বিজেপি এর স্টল এ দেখা গেলো সোনারপুর দক্ষিণ পূর্বের বিধায়ক জীবন মুখোপাধ্যায়কে। জনগণ বিজেপির ভয়ে টি.এম.সি কে পশ্চিম বাংলা তে ভোট দেয় আর তৃণমূলের বিধায়ক, মন্ত্রী রা শুর শুর করে বিজেপি তে চলে যাচ্ছে। মুকুল রায়,অর্জুন সিং এর মত কি এবার ও জীবন মুখোপাধ্যায় কি বিজেপি তে যোগ দিচ্ছে? তা শুধু সময়ের অপেক্ষা মাত্র। কারা বিজেপি এর ভয় দেখিয়ে পশ্চিম বাংলাতে ভোট নিচ্ছে? তারা দিনের বেলা তৃণমূল আর রাতের বেলা বিজেপি।আজকে সংসদে তে ক্যাব বিল পাস হয় কিন্তু তৃণমূলের কিছু নেতা নেত্রী কে দেখা যায় নি। তাহলে তৃণমূল আর বিজেপি কি পয়সার এপিঠ ও ওপিঠ? তারা কি বিজেপি কে সাহায্য করছে? তাহলে কেনো তারা বিজেপি এর জুজু দেখিয়ে ভোট নিয়েছে? সামনে ২০২১ শে ভোট আসছে তাহলে জনগণ ভেবে চিন্তে ভোট দেবে এটাই স্বাভাবিক।