|
---|
নতুন গতি প্রতিবেদক, কলকাতা: লোকসভা নির্বাচনে বাংলায় বিজেপির উত্থান ঘটার পরেই উত্তরবঙ্গ শুধু নয় দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা জুড়ে যেভাবে তৃণমূলের ধস নামতে শুরু হয়েছে। আর সেই ধস নিয়ে লোকসভার পর থেকে রাজনৈতিক মহলে ব্যাপক জল্পনা শুরু হয়। যদিও রাজনৈতিক গুরু পি কে নির্দেশে তৃনমূল ‘দিদিকে বলো’ কর্ম সূচি শুরু করে। তারপর একটা গুডফিল অবস্থা তৈরি হয়। কিন্তু বিজেপি তাতে মান্যতা দিতে নারাজ।
লোকসভা নির্বাচনে বিজেপি বাংলায় আঠারোটি আসন দখলের পর তাদের মূল টার্গেট পশ্চিমবঙ্গের ক্ষমতা দখল করা। সেই মতো নানা প্রস্তুতিও শুরু করেছিল গেরুয়া শিবির। কিন্তু দোর্দন্ডপ্রতাপ রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস এবং তাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিকল্প হিসেবে বিজেপি এখনও কোনো পাল্টা ‘মুখ’ ঘোষণা করে নি। যা নিয়ে বিভিন্ন মহলে নানা জল্পনা চলছে। তবে কে হবে ২০২১-এ বিজেপির বৈতরণী পার করার প্রধান মুখ, এখন তা নিয়ে বিভিন্ন গুঞ্জন ভেসে আসতে শুরু করেছে।
সূত্রের খবর, বাংলার মহারাজ এবং সকলের প্রিয় দাদা হিসেবে পরিচিত সৌরভ গাঙ্গুলীর নাম বিজেপির লোক হিসেবে প্রথম সারিতে উঠে আসতে শুরু করেছে। কেননা সম্প্রতি সৌরভ গঙ্গোপাধ্যায় বিসিসিআইয়ের সভাপতি হয়েছেন। আর তারপর বিজেপির সর্বভারতীয় সভাপতির সাথে তার বৈঠক সেই জল্পনাকে আরও বাড়িয়ে দিয়েছে। পাশাপাশি তিনি বাংলার সকলেরই অতি প্রিয় বলে পরিচিত। তাই সেদিক থেকে বাংলা ও বাঙালির ভাবাবেগ উস্কে দিতে এবং নিজেদের ভোটব্যাংক বাড়াতে সৌরভ গাঙ্গুলীর উপর ভরসা করতে পারে বঙ্গ বিজেপি।
যদিও বা বাংলার মহারাজ প্রথম থেকেই জানিয়ে দিয়েছেন, তিনি রাজনীতিতে আসতে চান না। তবে যদি সৌরভ গাঙ্গুলীকে বিজেপি নিজেদের দিকে না আনতে পারে, তবে আরও কয়েকটি নাম ২০২১ এর নির্বাচনে ভেসে আসতে শুরু করেছে।
যেখানে প্রথমেই রয়েছে বিজেপির দুবারের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা আসানসোলের বাবুল সুপ্রিয়। বঙ্গ সন্তান বাবুল সুপ্রিয় নিজের গানে বাংলা সহ গোটা দেশকেই মজিয়ে রেখেছিলেন। আর এইরকম ব্যক্তিত্বকে ২০১৪ র পর ২০১৯ এর নির্বাচনে দাঁড় করিয়ে সাফল্য পেয়েছে গেরুয়া শিবির। বিভিন্ন সময়ে তাঁর লোকসভা কেন্দ্রের বিভিন্ন অশান্তির ঘটনা ঘটলেও তিনি তাঁর মস্তিষ্ক ঠান্ডা রেখেছিলেন। তাই সেদিক থেকে জনপ্রিয় এবং সুস্থির মস্তিষ্কের ব্যক্তিত্বকে ২০২১ এর বৈতরণী পার করতে সাহায্য করতে পারে বলে দাবি বিশ্লেষকদের।