তজমুলের দিদিকে বল কর্মসূচি

 
হরিশ্চন্দ্রপুর, মহ:নাজিম আক্তার,১৩ নভেম্বর: সুপ্রিম মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মেনে রাজ্যের বিভিন্ন জায়গার মত বুধবার বিকেল ৩ টা থেকে মধ্য রাত্রি পর্যন্ত হরিশ্চন্দ্রপুর-২ নং ব্লকের সাদলিচক জিপির কুমেদপুর এলাকায় পাড়ায় পাড়ায় গিয়ে দিদিকে বল কর্মসূচি পালন করলেন হরিশ্চন্দ্রপুর তৃণমূল সংগঠন ।হরিশ্চন্দ্রপুর-২ নং ব্লক এলাকার গ্রাম গুলিতে দিদিকে বল কর্মসূচি ও জনসংযোগ বাড়ানোর জন্য প্রচারে নামলেন রাজ্যের ক্ষুদ্র ওকুটির শিল্পের ভাইস চেয়ারম্যান তজমূল হোসেন।এদিন এই কর্মসূচীতে উপস্থিত ছিলেন হরিশ্চন্দ্রপুর-২ নং ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি জুবেদা বিবি, তৃণমূল কংগ্রেস সভাপতি হজরত আলী ও সাদলি চক অঞ্চলের প্রধান ইন্দ্রজিৎ সরকার সহ এলাকার স্থানীয় নেতৃত্ব।এলাকার এক স্থানীয় বাসিন্দা ফুলমণি মন্ডল দিদিকে বল কর্মসূচি তার কাছে নিয়ে গেলে তিনি সরাসরি নেতাদের সামনে তার অভিযোগ তুলে ধরেন, তাদের এলাকায় প্রায় ৫০০০ লোকের বসবাস, অথচ সেখানে কোন স্বাস্থ্য কেন্দ্র নেই,ভাঙাচোরা রাস্তা পেরিয়ে প্রতিদিন পায়ে হেঁটে হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে যেতে হয় এলাকার বাসিন্দাদেরকে।এছাড়াও এলাকার স্থানীয় বাসিন্দা মুখলেসুর রহমান জানান, কুমেদপুর এলাকার দক্ষিণ কনকনে দীর্ঘ কুড়ি বছর ধরে বেহাল অবস্থা হয়েছে রাস্তা,বর্ষা হলেই সেখানে জল জমে ও কাদায় পরিপূর্ণ হয়ে ওঠে।স্কুলের ছাত্রছাত্রীরা বর্ষার সময় সাইকেল চালিয়ে যেতে পারে না।অনেক গ্রামবাসী আরও অভিযোগ জানান, কারো বয়স ৭০, কারো বয়স ৮০ পেরিয়ে গেলেও তারা এখনো পর্যন্ত কোন বয়স্ক ভাতা পান না।এক মহিলা অভিযোগ করতে গিয়ে কেঁদে ফেলেন,এখনো পর্যন্ত তাকে ভাঙাচোরা ঘরে দিন কাটাতে হয়। অভিযোগ জানিয়েও কোন কাজের কাজ হয়নি ।ভোটের সময় শুধু আশ্বাস দিয়ে যান কিন্তু তা পূরণ হয়না।তজমূল হোসেন বলেন,” সাধারণ জনগণকে সকল সহযোগিতা করার জন্য সব সময় তাদের পাশে আমরা থাকি।এই দিদি কে বলো ফোন নম্বর যেন সাধারণ জনগণের হাতে সঠিকভাবে পৌঁছায় ।সাধারণ মানুষ যেন সাধারণ সুযোগসুবিধা থেকে বঞ্চিত না হয় তাই আমরা প্রচারে নেমেছি ।”