|
---|
নিজস্ব সংবাদদাতা, মোথাবাড়ি : পড়ুয়াদের কাছে তিনি একজন আদর্শ শিক্ষক। শিক্ষা বিস্তারে তিনি নিবেদিত প্রাণ। ছাত্র ছাত্রীদের প্রতি তার পাঠদান ও শাসন শৃঙ্খলার জন্যই এলাকার কাছে সমাদৃত আব্দুল স্যার। দীর্ঘ ৩৭ বছর শিক্ষকতা জীবন শেষ করে মঙ্গলবার অবসরগ্রহন করলেন কালিয়াচকের ক্যামদিটোলা হাই মাদ্রাসার সহকারী শিক্ষক আব্দুল সেখ। তার বাড়ি কালিয়াচকের মাষ্টারপাড়া গ্রামে। নিয়ম মেনে চাকরি জীবনে অবসর গ্রহণ করলেও শিক্ষাদান তিনি আমৃত্যু করে যাবেন বলে মনের কথা ব্যক্ত করলেন তিনি। এদিন মাদ্রাসার তরফে স্কুলের মাঠে করোনা বিধি মেনে এক মনোজ্ঞ অনুষ্ঠানের মাধ্যমে বিদায় সংবর্ধনা জানানো হয় আদর্শ শিক্ষক আব্দুল সেখকে। কোরান তেলাওয়াত করে বিদায় অনুষ্ঠানের সূচনা করেন শিক্ষক আজমাল হোসেন। বিদায়ী শিক্ষক আব্দুল সেখের শিক্ষকতার সুদীর্ঘ পথচলা, পঠনপাঠন, ছাত্র ছাত্রীদের প্রতি মানবিক মূল্যবোধ সহ বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য, গজল, কবিতা আবৃত্তি করে শিক্ষক- শিক্ষিকা ছাত্রছাত্রী-সহ অনেকে পরিবেশন করেন। আব্দুল সেখের হাতে মানপত্র তুলে দেন প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিচালন কমিটির সম্পাদক ইলিয়াস আলি, প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম, আব্দুল সেখের সহধর্মীনী তাশলিমা খাতুন-সহ শিক্ষক শিক্ষিকা ছাত্র ছাত্রী ও পরিচালন কমিটির বর্তমান, প্রাক্তন সদস্য সহ অন্যরা। সভা সঞ্চালনা করেন শিক্ষক মোস্তাফিজুর রহমান। আব্দুল সেখ শিক্ষক হিসেবে অগণিত ছাত্রছাত্রীদের মধ্যে আলোর মশাল প্রজ্জ্বলিত করেন তেমনি একজন সফল অভিভাবকও। তার ছেলে মেয়ে পড়াশোনা করে উচ্চশিক্ষিত হয়েছেন। বিদায়ী শিক্ষক আব্দুল সেখ বলেন, ‘সরকারের আদেশে স্কুল থেকে কর্মের বিদায় নিতে হল। শিক্ষকতার জীবনে প্রাক্তন ছাত্র ছাত্রী, বর্তমান ছাত্র ছাত্রী ও স্থানীয় মানুষের ভালোবাসা ও শুভেচ্ছায় আপ্লুত আমি। এত সম্মান পেয়েছি আমি কৃতজ্ঞ। সকলের ভালো কাটুক। শিক্ষার মাধ্যমেই সার্বিক পরিবর্তন ও বিকাশ সম্ভব। আমি খুশি যখন রাস্তাঘাটে বিভিন্ন রাজ্যে ছাত্র ছাত্রীদের সাক্ষাৎকার ঘটে স্যার কেমন আছেন এই কথা শুনলে মন ভরে যায়। আমি চেয়েছি পড়াশোনার মাধ্যমে ছাত্র ছাত্রীরা মূল্যবোধ,বিভিন্ন গুন অর্জন করে, কর্মে নিয়োজিত থাকে ও শ্রদ্ধাশীল হয় একাধিক বার্তা দেওয়ার লক্ষে সচেষ্ট থেকেছি। সুফল ও পেয়েছি। সকলের মঙ্গল ও সুন্দর জীবন কামনা করেন আব্দুল সেখ।