জলপাইগুড়ি পুর এলাকায় মাইক্রো কনটেইনমেন্ট জোন

জলপাইগুড়ি: জলপাইগুড়ি পুর এলাকায় মাইক্রো কনটেইনমেন্ট জোন!

    সোমবার ১১ নম্বর ওয়ার্ড ও ২৫ নম্বর ওয়ার্ডের দুটি জায়গায় ৫০ মিটার করে মাইক্রো কনটেনমেন্ট জোন করা হল বলে জানালেন পুরসভার ভাইস-চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায়। উল্লেখ্য, ইতিমধ্যে শহরের এই দুই ওয়ার্ডে এক জন করে মোট ২ জনের করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে। সৈকত বাবু বলেন, বিভিন্ন উৎসবগুলো শেষ হওয়ার পরে ফের করোনা সংক্রমনের গ্রাফ ঊর্ধ্বমুখী দেখা যাচ্ছে জলপাইগুড়ি শহরে। গত তিন দিনে ৩৬ জন নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন বলে জানান তিনি। বিষয়টাকে হালকা ভাবে না নিয়ে সকলকে মাস্ক পরা ও স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধ জানিয়েছেন সৈকত বাবু।

    ডেঙ্গু নিয়ে বিজেপীর পুরসভা অভিযানকে ঘিরে ধুন্ধুমার বেধে গেল শিলিগুড়ি পুরসভা এলাকাতে।আজ বিজেপীর সমর্থকেরা বিধায়ক শঙ্কর ঘোষের নেতৃত্বে এক বিরাট মিছিল নিয়ে আসে পুরসভা এলাকাতে।মিছিলে তৃণমূল সরকারের ডেঙ্গু নিয়ে ব্যার্থতাকে সামনে রেখে বিক্ষোভ শুরু করে পুরসভার দিকে এগিয়ে যায়।তখন পুলিশ ঠিক পুরসভার সামনে তাদের ব্যারিকেট করে আটকিয়ে দেয়।মিছিলে মমতা বন্দোপাধ্যায় ব্যার্থ এবং জয় শ্রীরাম বলে বিজেপীর সমর্থকেরা পুরসভার দিকে এগিয়ে ছিলেন।মিছিলের পুরভাগে ছিলেন দার্জিলিং জেলা বিজেপীর নেতৃবৃন্দ এবং মহিলা কর্মীরা।তারা গৌতম দেবের নেতৃত্বে বর্তমান পুরসভা চালানো সকলকে পদত্যাগ করতে বলে দাবী করে।বিজেপীর সমর্থকেরা বর্তমানে ডেঙ্গু এবং ভ্যাকসিন নিয়ে প্রশাসনের ব্যার্থতাকে ধিক্কার জানায়।এছারাও বিজেপীর সমর্থকেরা আগামীদিনে শিলিগুড়ি পুরসভা তাদের দখলে থাকবে বলে দাবী জানিয়ে পুরসভার দিকে এগোতে থাকে।পুলিশের মাইকে করা নিষেধাজ্ঞা থাকা সত্যেও বিজেপীর সমর্থকেরা ব্যারিকেড ভেঙ্গে এগিয়ে যাবার চেষ্টা করে যাচ্ছে।