|
---|
আজিজুর রহমান,গলসি : শুক্রবার ভোরে পথ দুর্ঘটনা মৃত্যু হল এক মহিলার। মৃতের নাম ইন্দু সাচদেব (৬৮)। তিনি ঝাড়খান্ডের ধানবাদের বাসিন্দা। ঘটনায় আহত হয় গাড়ির ভিতরে থাকা আর দুইজন যাত্রী। জানা গেছে, তারা একটি চারচাকা গাড়ি করে কোলকাতার দিক থেকে ধানবাদের দিকে যাচ্ছিলেন। ভোর সাড়ে তিনটা নাগাদ ১৯ নম্বর জাতীয় সড়কের গলিগ্রামের কাছে নিয়ন্ত্রন হারিয়ে একটি ট্রাকের পিছনে ধাক্কা মারে চারচাকাটি। খবর পেয়ে ঘটনাস্থলে আসে গলসি থানার পুলিশ। পুলিশ তাদের উদ্ধার করে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে গেলে কতব্যরত চিকিৎসকেরা ইন্দু দেবীকে মৃত ঘোষণা করে। মৃতের কাছ থেকে উদ্ধার হয় দুজোড়া সোনার চুড়ি, সোনার হার, সোনার লকেট, কানের দুল, দুটি সোনার আংটি। পাশাপাশি গাড়ি থেকে উদ্ধার হয় একটি হাত ঘড়ি ও একটি মানি ব্যাগ। যা পরিবারের সদস্যদের হাতে তুলে দেয় পুলিশ।