|
---|
আজিজুর রহমান,গলসি : আজ বিকেলে গলসি কলেজের পুকুরে উদ্ধার হয় দুটি আহত পরিযায়ী পাখি। যারা কোন রোগে আক্রান্ত বলে ধারনা করেছেন অনেকেই। গতকালও একটি পরিযায়ী পাখি উদ্ধার হয় কলেজের পুকুর পাড় থেকে। তবে সেটিকে জলে ছেড়ে দেওয়া হয়। কলেজের নিরাপত্তারক্ষী অঞ্জন সাম জানিয়েছেন, প্রতিদিন দু তিনশো পরিযায়ী পাখি আসে গলসি কলেজে। তারা ভোরে বেলায় উড়ে এসে জলে নামে। সেখানে সারাদিন থেকে আবার বিকালের দিকে উড়ে চলে যায়। সারাদিন কলেজের পুকুরে শোভা বাড়ায় পাখিগুলি। তবে শুক্রবার বৈকাল পাঁচটার সময় তিনি দেখতে পান দুটি পাখিকে কুকুরে তাড়া করেছে। আচমকা দেখতে পেয়ে তিনি দৌড়ে গিয়ে তাদের রক্ষা করেন। এরপরই দুটি পাখিকে ধরে গলসি থানায় খবর দেন। পুলিশ আহত পাখিগুলি উদ্ধার করে বনদপ্তরের হাতে পাঠানোর ব্যবস্থা করে। তিনি বলেন, পাখিগুলির ডানার বেশ কিছু অংশের পালক ঝড়ে পরেছে। পালক কম থাকার জন্যই তারা ঠিকভাবে উড়তে পারছে না। তবে পাখি গুলো সতেজ আছে। তার অনুমান কোন রোগে আক্রান্ত হয়েছে ওই পাখি গুলি।