|
---|
আয়ুব আলি,উওর ২৪পরগনা : পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি বিভাগের উদ্যোগে, জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তর উওর২৪পরগনার আয়োজনে এবং উত্তর ২৪পরগনা জেলা প্রশাসন , উওর২৪পরগনা জেলা পরিষদ ও হাবড়া ২ পঞ্চায়েত সমিতি রাজীবপুর – বিড়া গ্রাম পঞ্চায়েত এর রাজীবপুর স্কুল মাঠে ১৬ই ডিসেমবর বৈকাল ৪টায় তিনদিনের অনুষ্ঠানের উদ্বোধন হল, উপস্থিত ছিলেন অশোক নগরের বিধায়ক নারায়ন গোস্বামী,আমডাঙার বিধায়ক রফিকুর রহমান,জেলা পরিষদের সভাধিপতি – স্বরুপনগরের বিধায়ক শ্রী মতী বীনা মন্ডল, এ- ডি-এম জেলা পরিষদ শ্রী ইন্দ্রনীল ভট্টাচার্য , উওর২৪পরগনা জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক পল্লব পাল, পঞ্চায়েত সমিতির সভাপতি রতন দাস, ভূরকুন্ডা গ্রাম পঞ্চায়েত প্রধান বৃন্দাবন ঘোষ, রাজীবপুর – বিড়া গ্রাম পঞ্চায়েত প্রধান মিরাজ উদ্দিন,জেলা পরিষদের নারী ও শিশু কর্মাধ্যক্ষ রেহেনা খাতুন প্রমুখ। তিনদিনের কর্মসূচি তে বিভিন্ন দলগত আদিবাসী নৃত্য,ছৌ- নৃত্য পুরুলিয়া জেলার শিল্পী গোষ্ঠী সমন্বয়। রায়বেশে নৃত্য মুর্শিদাবাদ জেলার শিল্পী গোষ্ঠী সমন্বয়। দলগত খোলবাদন- হরেকৃষ্ণ হালদার- হুগলী জেলার শিল্পী গোষ্ঠী সমন্বয়। এছাড়াও একক সঙ্গীতানুষ্ঠান সহজ মা,রাঘব চট্টোপাধ্যায়, শ্রী রাধা বন্দোপাধ্যায়, প্রতিদিন সঙ্গীত – আবৃত্তি – নৃত্য বিভিন্ন লোকসঙ্গীত শিল্পী গোষ্ঠী র পরিবেশন তেমন থাকছে স্ব নির্ভর গোষ্ঠী মহিলা দের হস্ত শিল্পের সমাবেশ, স্বাধীনতা আন্দোলনে বাঙালি জাতির অবদানের উপর ছবি ও বর্ণনা য় প্রদশর্নী।