মুর্শিদাবাদের ইসলাম পুর এনআরসির, ক্যা বিরোধী প্রতিবাদ মিছিল জামাআতের

এনআরসির ক্যা বিরোধী প্রতিবাদ মিছিল জামাআতের
নিজস্ব সংবাদদাতা, নতুন গতি, মুর্শিদাবাদ: এনআরসি, এনপিআর ও সিএএর বিরুদ্ধে শান্তিপূর্ণ ভাবে প্রতিবাদ মিছিল ও সমাবেশ করল জামাআতে ইসলামী হিন্দ রাণীনগর ১ ব্লক শাখা। 
শনিবার ইসলামপুর নেতাজি পার্ক থেকে মিছিল শুরু হয়ে বাসস্ট্যান্ড ও হাসপাতাল মোড় হয়ে গোটা বাজার পরিক্রমা করে শত শত মানুষ।
ছাত্র ছাত্রী থেকে শুরু করে মহিলা পুরুষ সবাই মিছিলে অংশগ্রহণ করে।
মিছিল শেষে সমাবেশ হয় ইসলামপুর বাসস্ট্যান্ডে। বক্তব্য রাখেন জামাআতের ব্লক সভাপতি মুস্তাফা কামাল। তিনি বলেন, এনআরসির নামে সাধারণ মানুষকে হয়রানি অবিলম্বে বন্ধ করতে হবে। সাম্প্রদায়িক বিভাজন সৃষ্টিকারী ক্যা প্রত্যাহার করতে হবে। এরপর বক্তব্য রাখেন জামাআতের রাণীনগর ১ ব্লকের মহিলা শাখার সভাপতি শাহনাজ বেগম। তিনি শিক্ষাঙ্গনে ছাত্র ছাত্রীদের উপর হামলার তীব্র নিন্দা জানান।
এছাড়াও বক্তব্য রাখেন জামাআতের মুর্শিদাবাদ জেলার সাবেক সভাপতি আসরাফুল ইসলাম। তিনি বলেন, স্বাধীনতা যুদ্ধের সময় হিন্দু মুসলিম কাঁধে কাঁধ মিলে লড়াই করেছে দেশের মানুষ। আর এখন একটা সম্প্রদায়কে দেশ থেকে তাড়ানোর চেষ্টা করছে। অথচ এ দেশের স্বাধীনতা সংগ্রামে মুসলিমদের অবদান অনস্বীকার্য। দেশের অর্থনীতির দুরবস্থা, বেকার সমস্যা প্রভৃতি দিক থেকে মানুষের মুখ ঘুরিয়ে দেওয়ার জন্যই বিভিন্ন ধরনের আইন আনা হচ্ছে।
মানুষের আসল সমস্যার সমাধান না করে তাদের নিয়েন
উল্লেখ্য নাগরিকত্ব সংশোধনী আইন প্রত্যাহারের দাবিতে গোটা দেশজুড়ে প্রতিবাদ করছে জামাআতে ইসলামী হিন্দ। তারই অংশ হিসেবে আজকের প্রতিবাদ মিছিল।
উপস্থিত ছিলেন জামাআতের মুর্শিদাবাদ জেলার সহকারী সভাপতি ওয়াসেফ আলী, জেলার বিভাগীয় সম্পাদক মো শামসুল আলম, রাণীনগর ১ ব্লক সভাপতি মুস্তাফা কামাল, রাণীনগর ২ সভাপতি গোলাম গাউস, ছাত্র শাখা এসআইওর ব্লক সভাপতি গোলাম কিবরিয়া, জিআইও’র ব্লক সভাপতি মুবাশশিরা বিশ্বাস প্রমুখ।