|
---|
সেখ সামসুদ্দিন, ১৬ ডিসেম্বরঃ মেমারি ২ ব্লকের অন্তর্গত সাতগেছিয়া সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেড স্বচ্ছতার সঙ্গে বোর্ড গঠনের দাবিতে আজকে কৃষকদের ও সমবায় সদস্যদের পক্ষ থেকে সমবায়ের সামনে বিক্ষোভ কর্মসূচি করা হয়।মূলত এলাকার চাষী এবং সদস্যদের সই সংগ্রহ করা হচ্ছে পরবর্তীকালে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে লিখিত আকারে জমা দেবেন বলে জানান বিক্ষোভকারীরা। সকল সদস্যদের জানিয়ে স্বচ্ছভাবে বোর্ড গঠনের দাবি রেখেছেন। এই বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন সুদীপ গোস্বামী, শ্রীকান্ত সিংহ, প্রবীর নন্দী, গৌতম মন্ডল, নদুরাম মান্ডি, প্রেম চাঁদ দে সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।