কেশপুরের TMC প্রার্থীর পোলিং এজেন্টকে আক্রমনের তীব্র প্রতিবাদ জানালেন সংখ্যালঘু সেলের নেতা আলী আকবর

নিজস্ব সংবাদদাতা, মেদিনীপুর: কেশপুরের তৃণমূল কংগ্রেস প্রার্থী শিউলী সাহার নির্বাচনী এজেন্ট তথা কেশপুর ব্লক তৃণমূল কংগ্রেস সংখ্যালঘু সেলের সভাপতি সেখ হাবিবুর রহমানকে বিজেপির দুষ্কৃতীরা প্রচণ্ড মারধর করে। পাথর ছুঁড়ে হত্যা করার চেষ্টা করেছিল। পাথর ছোঁড়ার ফলে হাবিবুর বাবুর চোখের কাছে গভীর ক্ষতের সৃষ্টি হয়েছে। বিজেপির দুষ্কৃতীদের দ্বারা এই অতর্কিত হামলার তীব্র প্রতিবাদ জানালেন জেলার তৃণমূল কংগ্রেস সংখ্যালঘু সেলের নেতা আলী আকবর খান। তিনি তাঁর হুগলির নির্বাচনী প্রচার কাটছাঁট করে বন্ধুসম তৃণমূল কংগ্রেস সংখ্যালঘু সেলের সভাপতি সেখ হাবিবুর রহমানকে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে দেখতে আসেন। হাবিবুর বাবুর অবস্থা দেখে তিনি ক্ষোভে ফেটে পড়েন এবং তিনি বলেন, বিজেপির খুনের রাজনীতি বাংলার মানুষ মেনে নেবে না । বাংলার মানুষ সৌভ্রাতৃত্ব, সম্প্রীতি ও উন্নয়নের পক্ষে এবং বিজেপির মিথ্যাচার , জাতি হিংসা ও খুনের রাজনীতির বিরুদ্ধে । তাই বাংলার রায় তৃণমূলের পক্ষে এবং বিজেপির বিরুদ্ধে হবে । আগামী 2-রা মে বিজেপি হাতে নাতে প্রমান পেয়ে যাবে এবং 2-রা মে বিজেপি বাংলা থেকে চিরতরে বিদায় নেবে , আমি দোষীদের কঠোর থেকে কঠোরতর শাস্তির আবেদন করছি”।

    আহত TMC নির্বাচনী এজেন্ট হাবিবুর রহমান

    প্রসঙ্গত, পয়লা এপ্রিল কেশপুরে নির্বাচনের দিনে শ্যমচাঁদপুরে বিজেপির দুষ্কৃতীরা তৃণমূল কংগ্রেসের কর্মীদেরকে ভোটদানে বাধা দিলে তৃণমূল কংগ্রেস প্রার্থী শিউলী সাহার নির্বাচনী এজেন্ট হিসেবে হাবিবুর বাবু ওখানে গেলেই পুরো পরিকল্পনা মাফিক উনাকে প্রাণে মেরে ফেলার চেষ্টা করেন।