|
---|
সাইফুদ্দিন মল্লিক, নতুন গতি : ” হাঁটো বাংলা হাঁটো ” রোজ হাঁটুন, ডায়াবেটিস প্রতিরোধ করুন। এই স্লোগান তুলে ডায়াবেটিস রোগ সচেতন সম্পর্কে পদযাত্রা কর্মসূচী অনুষ্ঠিত হলো ” জিডি হাসপিটাল অ্যান্ড ডায়াবেটিস ইনস্টিটিউটের পরিচালনায়। আজ রবিবার ১৮ নভেম্বর সকাল নয় ঘটিকাতে জিডি হাসপাতালের থেকে পদযাত্রা সূচনা করেন অভিনেতা প্রসেনজিৎ চ্যাটার্জী, আবীর চ্যাটার্জী এবং জিডি হাসপাতালের সিইও মুসরেফা হোসেন, মোস্তাক হোসেনের স্ত্রী সানোয়ার হোসেন। জিডি হাসপাতাল থেকে শুরু হয়ে পদযাত্রা, লেলিন সারণী মৌলালি হয়ে এসএন ব্যানার্জী রোড পরিক্রমা করে, ওয়েলিনটন হয়ে জিডি হাসপাতালে এসে পদযাত্রা শেষ হয়। পাঁচবছরে ছোট শিশু থেকে শুরু করে আশি বছরের বৃদ্ধ, স্কুল স্টুডেন্ট, সমাজের সর্বস্তরের মানুষ উৎসাহের সাথে পদযাত্রাতে অংশগ্রহন করেন। জিডির পদযাত্রা কর্মসূচী তিনবছরে পদার্পণ করলো।
অলসতা না কাটানোর কারনে অনেক রোগ-ব্যধি আমাদের শরীরে বাসা বাঁধে। না হাঁটা বা অলসতার কারনে ডায়াবেটিস, হজমের গোলমাল, প্যারালাইসিস, স্থূলতা বৃদ্ধি, মনের ক্লান্তি আরো কিছু রোগ সৃস্টি ও বিস্তার লাভ করে। নিয়মিত হাঁটলে অনেক রোগ শরীরে বাসা বাঁধে না, তেমনি বহু রোগ প্রশমিত হয় বা সেই রোগের বৃদ্ধি প্রতিহত হয়। বর্তমান সময়ে ডায়াবেটিস একটি ভয়ঙ্কর রোগ, এমনকি মরণ রোগ ক্যান্সারের থেকেও ভয়ঙ্কর। পৃথিবীতে প্রায় চল্লিশ শতাংশ মানুষ উক্ত রোগে আক্রান্ত। ৩০ উর্ধ পঞ্চাশ শতাংশ মানুষ, ৪০ থেকে ৫০ বয়েসের পঁচাত্তর শতাংশ মানুষ ডায়াবেটিস রোগে আক্রান্ত( বিশেষতঃ বাঙালিদের ক্ষত্রে ডায়াবেটিস বেশি ভয়াভহ)। ডায়াবেটিস এমন একটি রোগ যেটি শরীরে বাসা বাঁধলে, আরো অন্য পাঁচ রকম রোগের বৃদ্ধি ঘটায়।
ডায়াবেটিস রোগকে প্রতিহত করতে হাঁটা ও নিয়মিত ব্যায়ামের বিকল্প নাই। জিডি হাসপাতাল ডায়াবেটিস সচেতনতা, প্রতিরোধ করতে বাংলা জুড়ে পদযাত্রা কর্মসূচী চালিয়ে যাচ্ছেন। ১৪ নভেম্বর আন্তর্জাতিক ডায়াবেটিস দিবস পালন, প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে কর্মসূচীর সূচনা হয়। ডায়াবেটিস ও স্বাস্থ্য সচেতনা গড়ে তুলতে বেশ কয়েকটি ট্যাগ লাইন প্রচার করছেন। রোজ হাঁটুন ডায়াবেটিস প্রতিরোধ করুন, স্টপ ডায়াবেটিস জয়েন দ্যা ওয়াক্ল, ওয়ান ডায়াবেটিস – ওয়ান ওয়াল্ড – ওয়ান সিম্বল – উনিটি ফর ডায়াবেটিস অ্যাওয়ারনেস, ওয়ার্ক টু কেয়ার ডায়াবেটিস – ওয়ার্ক টু হেলথ। উলেখ্য, উন্নত চিকিৎসা জন্য ২০১৮সালে চিকিৎসা পরিসেবা বিভাগে দুটি ক্ষেত্রে পুরস্কার লাভ করেছেন জিডি হসপিটাল।