|
---|
নবাব মল্লিক, রায়দিঘী: কুয়েমুড়ির ঠাকুরান নদীতে ভাটার টানে আটকে পড়ল কুমির। স্থানীয় মৎসজীবিরা তাকে প্রথম দেখতে পায়। জোয়ারের সময় ঠাকুরান নদী থেকে নাসির মধ্যে ঢুকে পড়ে সে। কিন্তু ভাটার আগে না ফিরতে পারায় সেখানেই আটকে পড়ে সে। তবে খাবারের অভাব হয়নি তার চরেই আটকে থাকা অবস্থায় একটি হরিণ শিকার করে সে। তাকে দেখতে পেয়ে মৎসজীবিরা বণদপ্তরে খবর দেয়। তবে বণদপ্তর সূত্রে খবর। কুমিরটির উপর নজর রাখা হয়েছে। তাকে স্বাভাবিক জোয়ারের জলে যাতে ফিরে যেতে পারে সেটি দেখা হচ্ছে।