|
---|
মইদুল ইসলাম, বীরভূম – আবার ও বীরভূমে দূর্ঘটনায় মৃত্যু হল একজনের।লরির ধাক্কায় মৃত্যু এক স্কুল ছাত্রীর। ঘটনাটি ঘটেছে 60 নম্বর জাতীয় সড়কের তারাপীঠ স্টেশনের কাছে।রিঙ্কি মন্ডল নামে ক্লাস 11 ছাত্রী আজ সকালে কম্পিউটার শিখে সাইকেলে করে বাড়ি ফিরছিলেন সেই সময় একটি পাথর বোঝায় একটি লরি ধাক্কা মারে সেখানেই মৃত্যু হয়।এলাকায় উত্তেজনা আছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি সামাল দেয়। প্রত্যক্ষদর্শীদের মতে লরিটির গতিবেগ খুব বেশি ছিল।