|
---|
নতুন গতি ওয়েব ডেস্কঃ দেশের একাধিক ব্যাংক সংযুক্তিকরণ এর ফলে আইএফএসসি কোড এর বদল এসেছে। ফলে মার্চ মাসের বেতন পয়লা এপ্রিল পেতে সমস্যা হচ্ছে রাজ্যের বেশিরভাগ শিক্ষক-শিক্ষিকাগণকে। এই নিয়েই স্কুল শিক্ষা দপ্তর ও খুবই চিন্তিত তারা আগামী সোমবার পর্যন্ত অডিওবার্তায় রাজ্যের শিক্ষক-শিক্ষিকাগণকে ধৈর্য ধরার জন্য আর্জি জানিয়েছেন কারণ শনিবার – রবিবার ট্রেজারী বন্ধ থাকে। সোমবার রিজার্ভ ব্যাংক ও ইন্ডিয়া খুললেই বেতন দেওয়া শুরু হবে। স্কুল পরিদর্শকরা আশা করছেন আগামী মঙ্গলবারের মধ্যেই সমস্ত শিক্ষক শিক্ষিকার বেতন পেয়ে যাবেন।
স্কুল শিক্ষা দপ্তর সূত্রে জানা গেছে, ব্যাংক সংযুক্তিকরণ এর ফলে অনেক ব্যাংকের আইএফএসসি কোড এর পরিবর্তন হয়েছে তাই শিক্ষক মহাশয় দের স্যালারি ক্রেডিট হয়নি। ট্রেজারি থেকে সংশ্লিষ্ট শিক্ষকদের বেতন রিলিজ করা হলেও ফেলড ট্রানজেকশন দেখাচ্ছে। স্কুল শিক্ষা দপ্তর দ্রুততার সঙ্গে নির্দিষ্ট নিয়ম পদ্ধতি মেনে ক্লিয়ারেন্স এর কাজও শুরু করে দিয়েছে।