হলদিয়া জি.আর.পি.এস.-এর পরিচালনায় অনুষ্ঠিত হল রক্তদান শিবির

নিজস্ব প্রতিনিধি; হলদিয়া: পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়ায় পশ্চিমবঙ্গ পুলিশের প্রজেক্ট উৎস্বর্গ প্রকল্পে হলদিয়া জি.আর.পি.এস-এর উদ্যোগে অনুষ্ঠিত হল রক্তদান শিবির। উক্ত কর্মসূচী পালনে আদেশ দেন খড়্গপুর এস.আর.পি. দেবর্ষী দত্ত(আই.পি.এস)। মূল উদ্যোক্তা ডি.এস.আর.পি.(খড়্গপুর) তারকেশ্বর ওঝা।

    তারকেশ্বর ওঝা বলেন, রক্তের অভাবে অনেক মুমূর্ষ রোগীর মৃত্যু ঘটে যায়। তাই আমি আহ্বান জানাই, সমাজে সবাই যেন এই মহৎ কাজে সামিল হন। রক্তদান হল একটি মহৎ দান। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন হলদিয়া জি.আর.পি.এস.-এর আধিকারিক হরি বাহাদুর শেরপা।

    হরি বাহাদুর শেরপা বলেন, আমরা প্রতি বছর এই সময় খড়গপুর এস.আর.পি.-র আদেশে হলদিয়া জি.আর.পি.এস-এর পরিচালনায় রক্তদান শিবির করে থাকি। উক্ত অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন হলদিয়া পৌরসভার চেয়ারম্যান ইন-কাউন্সিল সেখ আজিজুল রহমান। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন তারকেশ্বর ওঝা ডি.এস.আর.পি.(খড়গপুর), এছাড়াও উপস্থিত ছিলেন হলদিয়া মহকুমা হাসপাতালের আধিকারিক গন ও অনান্য বিশিষ্ট ব্যাক্তিবর্গ। উক্ত রক্তদান শিবিরে রক্ত নেওয়ার জন্য সহযোগিতা করেন হলদিয়া মহকুমা হাসপাতাল।

    উক্ত রক্তদান শিবিরে রক্তদান করেন হলদিয়া জি.আর.পি.এস-এর সিভিক ভলেন্টিয়ার ও স্থানীয় বাসিন্দা মিলে প্রায় ৫০ জনে। উল্লেখযোগ্য ভাবে হলদিয়া জি.আর.পি.এস-এর আধিকারিক হরি বাহাদুর শেরপা নিজেও রক্তদান করেন।