|
---|
সেখ রিয়াজউদ্দিন, বীরভূম: গত দুদিন ধরে চলা ফুটবল প্রতিযোগিতার চূড়ান্ত খেলাটি অনুষ্ঠিত হয় আজ ২৬ শে অক্টোবর । বীরভূম জেলার রাজনগর ব্লকের নারায়নপুর শিশু সংঘ পরিচালিত ফুটবল খেলায় এলাকার ১৬ টি দল অংশগ্রহণ করে। চুড়ান্ত পর্যায়ের খেলা অমিমাংশিত থাকায় ট্রাইবেকারের মাধ্যমে নিষ্পত্তি করা হয়। লাটুলতলা জয়যাত্রা ক্লাব কাষ্টগড়া ফুটবল ক্লাবকে তিন এক গোলের ব্যবধানে পরাজিত করে বিজয়ী ঘোষিত হয়।
এই মাঠেই এলাকার আদিবাসী অধ্যুষিত লাটুরতলা ও ঝিকড়া গ্রামের কিশোরীদের বন্ধুত্বপূর্ণ ফুটবল খেলা অন্যমাত্রা এনে দেয় দর্শকদের কাছে। স্থানীয় স্বেচ্ছাসেবী সংস্থা রাজনগর গ্রাম সহায় কেন্দ্রের সহায়তায় নারায়নপুর শিশু সংঘের উদ্যোক্তাদের খেলা ধুলা সহ সামাজিক কাজে উৎসাহ দিতে জল বাঁচান, সবুজ বাঁচান ও প্লাস্টিক বর্জন করুন শ্লোগান লেখা জার্সি প্রদান করা হয়। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজনগর গ্রাম সহায় কেন্দ্রের সম্পাদক উত্তম কুমার মন্ডল, স্থানীয় সমাজসেবী সেখ সেলিম, ধীরেন্দ্রনাথ মন্ডল, দয়াময় মোশান, রনজিত মন্ডল প্রমুখ। খেলোয়াড়দের উদ্দেশ্যে শিক্ষক তথা সাংবাদিক উত্তম কুমার মন্ডল সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে স্থানীয় বাবুপুরের কিশোরী মঙ্গলী মুর্মু কোলকাতার ফুটবল দলে সুযোগ পেয়েছেন সেখবর যেমন আনন্দের সেইরকম এই সমস্ত গ্রামীণ এলাকা থেকে আরো প্রতিভাবান খেলোয়াড় তৈরী হোক এই কামনা করি। বিজয়ী ও বিজিত দলের হাতে ট্রফি সহ বিভিন্ন ধরনের পুরস্কার তুলে দেন উপস্থিত বিশিষ্ট ব্যাক্তিবর্গদের মধ্য থেকে। খেলা পরিচালনার দায়িত্বে ছিলেন সুনীল মুর্মু, বাবুলাল সরেন ও স্বপন মারান্ডী। উদ্যোক্তাদের মধ্যে ঝন্টু মন্ডল,রাজু মারান্ডী, সুনীল মুর্মু প্রভৃতির উৎসাহ উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো। খেলার বিরতি পর্বে চলে আদিবাসী নৃত্য। উল্লেখ্য কিশোরীদের বন্ধুত্বপূর্ণ ফুটবল খেলায় কমিটির মহিলা সদস্য ঝুমা মন্ডল, পিংকি মন্ডল, পূর্নিমা সরেন, বিলাসী সরেনরা যেমন খেলোয়াড়দের মধ্যে হাত মেলান বা উৎসাহ প্রদান করেন তেমনি মহিলাদের হাত দিয়ে ই সমস্ত পুরস্কার তুলে দেয়া হয় বিজয়ী, বিজিত ও শ্রেষ্ঠ খেলোয়াড়দের মধ্যে। এদিনের খেলা স্থানীয় মানুষের কাছে যেন মিলন মেলায় পরিণত হয় এবং পুরুষ মহিলাদের ভিড় ছিল যথেষ্ট।