|
---|
নতুন গতি নিউজ ডেস্ক। গতকাল পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়ায় পূর্ব শ্রীকৃষ্ণপুর বি.টি.এম. বিদ্যাপীঠ (উঃমাঃ) বিদ্যালয়ে RAMKY Foundation এর পক্ষ থেকে প্রত্যেক ছাত্রছাত্রীদের ৪টি করে খাতা প্রদান করা হয়েছে। উপস্থিত ছিলেন র্যামকি ফাউন্ডেশন গ্রুপের CSR Co-ordinator মাননীয়া চন্দনা ব্যানার্জি ও অন্যান্য আধিকারিকগন, ২ নং ওয়ার্ডের কাউন্সিলর মাননীয়া সর্বানী মাজি, SI of Schools মাননীয় অরিন্দম চাউলিয়া, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাননীয় সুদীপ্ত শেখর দাস, সহ শিক্ষক অরুন সামন্ত।
রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তিতে মাল্যদান ও শ্রদ্ধার্ঘ্য নিবেদনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। ছাত্রছাত্রীদের পঠনপাঠন পদ্ধতি, সমাজের প্রতি দায়িত্ববোধ, পরিবেশপ্রেম, ছাত্রীদের নিজেদের সুরক্ষা ইত্যাদি বিষয় নিয়ে বিভিন্ন আলোচনা করেন।