|
---|
রাহুল রায়,পূর্ব বর্ধমানঃ পালস্টিক আজকের পরিবেশে আজ এক জ্বলন্ত সমস্যা। বাঙালির প্রতিটা পুজোতে কমবেশি প্লাস্টিকের ব্যাবহার হয় এমনকি প্রতিমা সাজাতেও প্লাস্টিকের চল আছে। সেই প্রথাগত ধারণা থেকে বেরিয়ে এসে পরিবেশ রক্ষার্থে এগিয়ে এল পূর্ব বর্ধমানের কাটোয়ার শুকহরি দশকর্মার মালিক বিশ্বজিৎ পাল। তিনি একটা অভিনবত্ব নিয়ে এসেছেন কালী পূজা উপলক্ষ্যে প্লাস্টিক জবার মালার পরিবর্তে তিনি তৈরি করছেন কাপড়ের জবা ফুলের মালা।কাটোয়া পুরসভার ১৬ নং ওয়ার্ডের বাসিন্দা তিনি। তাঁর কারখানায় প্রায় ৮০ জন শ্রমিক কাজ করছেন। পৌরসভার কাছেই তাঁর দোকান। তিনি বলেন কালী পুজো উপলক্ষ্যে জবার মালার চাহিদা থাকে তাই কাপড়ের জবার মালা তৈরি করছেন। বিক্রী ভালোই হচ্ছে বলে তিনি জানান। এই মালা পরিবেশ বান্ধব। এক একটি মালার দাম রেখেছেন ৩৫০ টাকা। বিশ্বজিৎ বাবুর এই উদ্যোগকে সাধারণ মানুষ সাধুবাদ জানিয়েছেন।