|
---|
উজির আলী,চাঁচল,২৬ অক্টোবর: সারাদিন কাজের চাপ, টেনশন। শিশুদেরও নিস্তার নাই। কেবল পড়া, পড়া আর পড়া। খেলার মাঠ দখল করেছে পাঠ্য পুস্তক। শুরু হয়েছে নিম্নচাপ, অসময়ে ঝড়ে পরছে বৃষ্টি আর একদিকে কালো মেঘের বেগ।
রূপকথা, নীল পরী, লাল পরীরা আজ কোথায়? মাঝে মধ্যে কি মনে হয় না পরিবারকে নিয়ে একবার কল্পনার রাজ্যে হারিয়ে যেতে। হ্যাঁ। বেশি দূর নয়, চাঁচল শহর থেকে তিন কিলোমিটার দূর কলিগ্রামের চলে যান কালিপূজোর সন্ধ্যায়। আপনি ও আপনার পরিবার পৌঁছে যেতে পারেন ‘ নীল পরি’র দেশে।
চাঁচলের কলিগ্রাম ঝংকার বাহিনী ক্লাব কমিটির এবারের থিম ‘ নীল পরীর দেশে’। ৪৪ তম বর্ষে এই পুজোর বাজেট প্রায় ৩ লক্ষ টাকা বলে জানিয়েছেন পুজোর উদ্যোক্তা সিদ্ধার্থ নন্দী, সৌমেন রায় চৌধুরী ও সৌমিক দাস। পূজো কমিটির সিক্রেটারী অনির্বান রায় চৌধুরী জানান, ছোট বড় সকলের ভালো লাগবে তাদের এই ভাবনা। বাঁশ,থার্মোকল,ষ্পঞ্জে সুসাজ্জিত প্যান্ডেলের চারিদিকের দেওয়ালে নীল পরীরা ডানা মেলে রয়েছে দর্শনার্থীদের অপেক্ষায়। প্রবেশকালীন দর্শকদের সাগত জানাবে পক্ষীরাজ।
মণ্ডপের ভিতর অন্যান্য চমকের সাথে সাউন্ড সিস্টেম ও লাইটের আকর্ষন ও থাকবে।
প্রতিমা নিরঞ্জন না হওয়া পর্যন্ত পাঁচদিন ধরে চলে বিভিন্ন অনুষ্ঠান নৃত্য,আবৃতি ও অর্কেষ্ট্রা, ইত্যাদি। তবে গ্রামের ৮০ বছরের প্রবীন পুরোহিতের হাতেই রবিবার উদ্ভোদন হবে পূজোর বলে জানিয়েছেন উদ্যোক্তারা।