|
---|
অতনু হাজরা, জামালপুর : ২৮ শে আগস্ট ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসকে সামনে রেখে প্রস্তুতি ও একটি রক্তদান শিবিরের আয়োজন করে জামালপুর মহাবিদ্যালয়ের ছাত্র পরিষদ ইউনিট। আজ তারা জামালপুর মহাবিদ্যালয় একটি রক্তদান শিবিরের আয়োজন করে। রক্তদান শিবিরটি করতে নেতৃত্ব দেন ছাত্র পরিষদের সভাপতি বিট্টু মল্লিক। আজকের এই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুরের বিধায়ক অলোক কুমার মাঝি তৃণমূলের ব্লক সভাপতি মেহমুদ খান, ছাত্র পরিষদের জেলা সভাপতি সাদ্দাম হোসেন, ব্লকের জয় হিন্দ বাহিনীর সভাপতি শাহাবুদ্দিন মন্ডল, ছাত্র পরিষদের ব্লক সভাপতি বিট্টু মল্লিক, দেবু হেমব্রম, মৃদুল কান্তি মন্ডল, সুদীপ বিশ্বাস শেখ সামসুদ্দিন, কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ বিনয় হালদার সহ অন্যান্য অধ্যাপক অধ্যাপিকারা। মোট ৫০ জন ছাত্র ছাত্রী রক্ত দান করে ।