|
---|
লুতুব আলি, বর্ধমান, ১২ আগস্ট : অনুব্রত মণ্ডলের গ্রেফতারে বর্ধমানের প্রতিবাদ সভায় যোগ দিলেন মন্ত্রী স্বপন দেবনাথ। ১২ আগস্ট বর্ধমান শহরের কার্জন গেটের সামনে প্রতিবাদ সভাটি অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন রাজ্যের প্রাণিসম্পদ দফতরের মন্ত্রী স্বপন দেবনাথ। তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্যে ২১৩ টি বিধানসভার আসন তৃণমূল কংগ্রেস পাওয়ায় কেন্দ্রীয় সরকার ভয় পেয়ে কেন্দ্রীয় এজেন্সিগুলিকে কাজে লাগাচ্ছে। তারা সিবিআই ও ইডির জুজু দেখাচ্ছে। স্বপন দেবনাথ আর ও বলেন সিপিএম এর সঙ্গে রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে রাজ্যে তৃণমূল কংগ্রেস প্রতিষ্ঠা হয়েছে। সিবিআই ও ইডির নিরপেক্ষতা নিয়ে তিনি প্রশ্ন তোলেন। শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগ দেয়ায় তার বিরুদ্ধেও অনেক অভিযোগ থাকা সত্ত্বেও কেন্দ্রীয় এজেন্সিগুলি তাকে স্পর্শ করছে না। তিনি স্লোগান দেন সিবিআই, ই ডি উর্দি ছেড়ে বিজেপির ঝান্ডা ধরো। এই প্রতিবাদ সভায় বক্তব্য রাখতে গিয়ে পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি তথা রায়নার বিধায়ক শম্পা ধারা মমতা বন্দ্যোপাধ্যায় কে বাংলার মা হিসাবে আখ্যা দেন। তৃণমূল যুব কংগ্রেস ও ছাত্র পরিষদের পক্ষ থেকে এদিন প্রতিবাদ সভার আয়োজন করা হয়। প্রতিবাদ সভায় যোগ দিতে এসে মেমারি ১নং ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি জিতেন্দ্র সিং বলেন, সিবিআই ও ই ডি র নিরপেক্ষ হয়ে কাজ করা উচিৎ। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পূর্ব বর্ধমান জেলা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা জামালপুরের বিধায়ক অলোক কুমার মাঝি, বর্ধমান দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক খোকন দাস, জেলা পরিষদের মেন্টর উজ্জ্বল প্রামাণিক, তৃণমূল কংগ্রেস নেতা সাদ্দাম, শান্তনু কোনার, বর্ধমান পুরসভার কাউন্সিলার রাসবিহারী হালদার, প্রদীপ রহমান, তৃণমূল কংগ্রেস নেতা প্রসেনজিৎ দাস, অরূপ দাস, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ মোঃ ইসমাইল, মেহেবুব মন্ডল প্রমুখ।