এক অন্যরকম স্বাধীনতা উদযাপন করলো দিনাজপুরের ‘দিশা সংগঠন’

মোহাঃ কামরুজ্জামান, নতুন গতি, কালিয়াচক : আজ আমাদের গর্বের স্বাধীনতা দিবস এবং রাখি পূর্নিমা। অর্থাৎ খুশির আমেজটা দ্বিগুন হওয়ায় স্বাভাবিক, গ্রাম-শহরের প্রতি গলিতে সেই চেনা আনন্দের সুর। বুকে ব্যাচ ও মাথায় তিরঙ্গা টুপি, অলি গলিতে পতাকা উত্তোলন, রেস্টুরেন্টে রাখি’র খাওয়া দাওয়া ইত্যাদি। চরম ব্যাস্ততার মাঝেই একটু অন্যরকম ভাবে স্বাধীনতা ও রাখি উৎসবটা পালন করে নিলো দক্ষিন দিনাজপুর জেলার বাগিচাপুর অঞ্চলের সমাজসেবী সংগঠন ‘দিশা-একটু মানবতার দিকে।’ 

     

    ‘দিশা’ অনেক দিন আগে থেকেই গ্রামের দুঃস্থ শিশু দের নিয়ে পড়া ঘর চালায়। আজ এই শুভ প্রতিক্ষনে দিশা প্রথমে পাড়া ঘরের বাচ্চা দের নিয়ে জাতীয় পতাকা উত্তোলন করে। তারপর জাতীয় সঙ্গীত পরিবেশন ও সন্মান জানিয়ে শিশুরা নিজেদের মধ্যে রাখি বিনিময় করে নেয়।

    তার পর তারা বেরিয়ে পড়ে হরিরামপুরের ব্লক অফিস, থানা ও হসপিটাল এর উদ্দেশ্যে।

     

    এক এক করে প্রত্যেক অফিসের সমস্ত উপস্থিত কর্মচারীদের হাতে পরিয়ে দেয় তারা রাখী। তারপরে সমস্ত পথ যাত্রীকে জাতি ধর্ম নির্বিশেষে আপন করে নেয় সম্পৃতিকর ভ্রাতৃত্বের বন্ধনে।

    ছুটোছুটি ও চরম ব্যাস্ততার দিনে দিশার এই সমস্ত উদ্যোগ সমাজে নতুন নতুন বার্তা বহন করে চলেছে।

     

    অনুষ্ঠানে সামিল ছিলেন হরিরামপুরের বি এম ও এইচ ডাঃ সৌভিক আলম ও থানার বর্তমান আই সি সঞ্জীব বিশ্বাস।

    শিশুদের মিষ্টি মুখ করিয়ে সাধুবাদ জানান এই উদ্যোগকে।