মাধ্যমিকে মালদা জেলা সম্ভাব্য প্রথম সায়নিকাকে শুভেচ্ছা জানালো এসআইও

নিজস্ব সংবাদদাতা: মধ্য শিক্ষা পর্ষদের মাধ্যমিকের ফলাফল প্রকাশিত হল আজ , প্রথম দশে প্রায় ৫১ পরিক্ষার্থী নিজের স্থান অর্জন করেছে । আর এই তালিকায় রয়েছে  মালদার বার্লো হাইস্কুলের ছাত্রী সায়নিকা দাশ ,  তার প্রাপ্ত নম্বর ৬৮১ । বিভিন্ন বিষয়ে প্রাপ্ত নম্বর বাংলা ৯৯, ইংরেজিতে ৯৯, গনিতে ১০০ ভৌত বিজ্ঞানে ৯০ জীবন বিজ্ঞানে ১০০, ইতিহাস ৯৩, ভূগোলে ১০০  তার এই কৃতিত্বে  স্কুলে খুশির জোয়ার বইছে । সায়নিকা ভবিষ্যতে ডাক্তার হয়ে সামাজ সেবাই আত্মনিয়োগ করতে চাই , তার বাবা অভিজিৎ দাশ  পেশায় একজন পুলিশ , মা শিক্ষিকা । তাই এই কৃতিত্বের জন্য স্কুল ও গ্রামে খুশির জোয়ার বইছে ।

    সায়নিকার এই কৃতিত্বের জন্য তাকে শুভেচ্ছা জানালো ছাত্র সংগঠন স্টুডেন্টস ইসলামিক অর্গানাইজেশন অফ ইন্ডিয়া। সংগঠনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য সাব্বির আহমেদ, জেলা সম্পাদক উমার ফারুক, জেলা শিক্ষাঙ্গন সম্পাদক আব্দুল ওয়াকিল, সাব্বির আহমেদ বলেন সায়নিকা কঠোর পরিশ্রম করে এই সাফলতা অর্জন করেছে , ভবিষ্যতে আরো ভালো ফলাফল করতে পারে এই কামনা করি ।