ফের পথ দূর্ঘটনা বীরভূমের লোকপু্র থানার বারাবন জঙ্গলে

 

    সেখ রিয়াজ উদ্দিন,নতুন গতি,, বীরভূম: ২৯ আগস্ট সকালে বীরভূম জেলার লোকপুর থানার বারাবন জঙ্গলে এক মোটর সাইকেল আরোহী নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা সিমেন্টের পিলারে ধাক্কা খেয়ে গুরুতর জখম অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। স্থানীয় লোকজন পুলিশকে খবর দিলে পুলিশ আহত ব্যাক্তিকে তুলে চিকিৎসার জন্য নাকড়াকোন্দা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান, জখম গুরুতর থাকায় সেখান থেকে সিউড়ি সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে খবর। বিবরণে জানা যায় কাঁকরতলা থানার বড়রা গ্রামের সেখ মকরম (৪২)সাইথিয়া থানার বাতাসপুরে তার নিকট আত্মীয় মারা যাওয়ায় সেখানে যাচ্ছিলেন ।

    উল্লেখ্য গত দুই দিন আগে বৃহস্পতিবার দিন ঠিক একই জায়গায়, বারাবন জঙ্গলে যে বাঁক রয়েছে সেখানে ঘটেছিল এই রকম দূর্ঘটনা, তবে সেক্ষেত্রে আহত ব্যাক্তিকে হাসপাতালে নিয়ে যাবার পথেই মারা যান বলে খবর। শুধু এই দুটি দূর্ঘটনা নয় অতীতেও এখানেই অর্থাৎ জঙ্গলের বাঁকে দূর্ঘটনার শিকার হয়েছেন অনেকে, এমনকি মারা গেছেন পর্যন্ত। জঙ্গল সংলগ্ন, তথা স্থানীয় হরিনাজোল গ্রামের বাসিন্দা আনবর হোসেন খান জানান জঙ্গলের বাঁকটা আগাছা তথা ঝোঁপ ঝাড়ে পরিপূর্ণ হয়ে গেছে, সামনাসামনি পরস্পর পরস্পরকে দেখা যায় না গাড়িতে চলন্ত অবস্থায়,এই পথে বেড়েছে যান চলাচল, বারবার ঘুরেফিরে সেই এক ই জায়গায় ঘটছে দূর্ঘটনা, জখম সহ প্রানহানি ও ঘটছে তাই স্থানীয় প্রশাসন উদ্যোগী হয়ে ঝোঁপ ঝাড় পরিস্কার করার ব্যবস্থা করলে দূর্ঘটনা অনেকটা কমবে বলে ধারণা। অন্যদিকে এই জঙ্গলের দায়িত্বে থাকা খয়রাশোল বন আধিকারিক কুনাল কুমার মন্ডল একান্ত সাক্ষাৎকারে জানান গাছ কাটার অনুমতি দিতে পা্রি না, বারবার দূর্ঘটনা ঘটা জায়গায়, জনস্বার্থে আগাছা পরিষ্কার করার কথা ভাবতে পারে স্থানীয় প্রশাসন , এনিয়ে প্রাথমিক কথা হয়েছে একপ্রস্থ।