WBCS ২০১৯ প্রিলিমিনারি পরীক্ষার উত্তরপত্র পুনরায় খতিয়ে দেখার দাবিতে পিএসসি দপ্তরে আবারো হবু আমলারা

মিজানুল কবির, ২১ ই মে , কলকাতাঃ আমলা হবার স্বপ্ন দেখা একদল পরীক্ষার্থী আজ সোমবার রাজ্য লোকসেবা আয়োগ দপ্তরে ডেপুটেশন জমা দিলেন । WBCS ২০১৯ প্রিলিমিনারি পরীক্ষা হয়েছিল বিগত ৯ ই ফেব্রুয়ারিতে।ইতিমধ্যে জারী হয়েছে প্রিলিমিনারির ফলাফল। সামনে মেইন্স এক্সাম।
পরীক্ষার্থীদের দাবি প্রিলিমিনারি পরীক্ষা ভালো দিয়েছিলেন তারা ,আশাবাদী ছিলেন নাম উঠবে মেইন্সের জন্য। প্রিলিমিনারি ফলাফলের তালিকায় প্রাথমিক ভাবে নাম না থাকায় নিরাশ হয়েছেন তারা বলে জানান।তাই তাদের ও এম আর শিট অর্থাৎ উত্তরপত্র পুনরায় খতিয়ে দেখবার জন্য আবেদন জানালেন আজ। সুত্রের খবর আগামী ২৯শে মে বিরাট আন্দোলনে নামছেন পিএসসি পরীক্ষার্থীরা । ডব্লিউ বিসিএস থেকে শুরু করে এসএসসি কিংবা কেপিএস -এমএসসি কখনও চতুর্থ শ্রেনী কর্মচারী নিয়োগ পরীক্ষা
,দলে দলে কোচবিহার থেকে কাকদ্বীপ বারবার কলকাতায় আসছেন তারা দিয়ে চলেছেন ডেপুটেশন । ভুখ হরতাল কিংবা প্রতিকি বিক্ষোভহাজারো বার সাক্ষী কলকাতার রাজপথ কিংবা অলিগলি । প্রশ্ন একটাই শিক্ষিত বেকারদের জীবন নিয়ে ছিনিমিনি খেলা থামবে কখন ? আর থামাবেন বা কে ?