|
---|
সাহিন হোসেন,মুর্শিদাবাদ : করোনা পজিটিভ মানুষের পাশে দাঁড়াল মুর্শিদাবাদের জঙ্গিপুর পৌরসভা।করোনা পজিটিভ মানুষদের বাড়ি বাড়ি গিয়ে শুকনো খাবার বিতরন শুরু করল ২৫ মে থেকে।ফল,কাজু,ডিম,হরলিক্স সহ নিত্য প্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করছে জঙ্গিপুর পৌরসভা। পরিবারগুলোর হাতে তুলে দেওয়া হয়।যতদিন লকডাউন থাকবে,ততদিন এই উদ্যোগ চলবে বলে জানান জঙ্গিপুর পৌরসভার পৌরপ্রশাসক মোজাহারুল ইসলাম। মানুষের পাশে থাকতে আবারো পথে নামলো পৌরসভা।বিশিষ্টদের মধ্যে উপস্থিত ছিলেন সমীর পন্ডিত,সুদীপ কুন্ডু, মোদাস্সার হোসেন, সামসের সেখ প্রমুখ।অসহায়,দুঃস্থ মানুষদেরও খাদ্যসামগ্রী বিতরণ করছে এই পৌরসভা। জঙ্গীপুর পৌরসভার এই উদ্যোগ অন্যদেরও অনুপ্রাণিত করবে বলে আশা করা যায়।
(ছবি- সামিম হোসেন)