|
---|
অমিত কুমার খিলাড়ী: ইয়াস আসার আগেই মঙ্গলবার দুপুরে ডেবরা ব্লকের হারিমতি হাই স্কুল রিলিফ সেন্টার পরিদর্শন করলেন ডেবরার বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী হুমায়ুন কবির। এছাড়াও রেসকিউ সেন্টার পরিদর্শনে যান ঘাটাল লোকসভা কেন্দ্রের সাংসদ প্রতিনিধি সীতেশ ধাড়া, ডেবরা পঞ্চায়েত সমিতির কৃষি ও সমবায় কর্মাধ্যক্ষ বিবেকানন্দ মুখার্জি সহ অন্যান্য নেতৃত্বরা।
এছাড়াও এদিন মন্ত্রী হুমায়ুন কবির ডেবরা ব্লক প্রশাসনের প্রস্তুতি খতিয়ে দেখতে ডেবরা বিডিও অফিসে বৈঠক সারলেন।
ঘূর্ণিঝড় ইয়াস মোকাবিলায় আমরা পুরোপুরি প্রস্তুত রয়েছি, মঙ্গলবার সন্ধ্যায় এক সাক্ষাৎকারে এমনটাই জানালেন ডেবরার বিধায়ক তথা রাজ্যের কারিগরি শিক্ষা উন্নয়ন দপ্তরের মন্ত্রী হুমায়ুন কবির। পাশাপাশি তিনি জানান, ব্লকের মধ্যে যেসব মানুষের কাঁচা বাড়ি বিপদজনক অবস্থায় রয়েছে সেই সব মানুষকে আমরা ইতিমধ্যে ব্লকের প্রায় 400 টি ত্রাণ শিবিরে স্থানান্তর করেছি।