পূজা উদ্বোধনে কলকাতায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

দেবজিৎ মুখার্জি, কলকাতা: পুজো উদ্বোধনে কলকাতায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সোমবার অর্থাৎ দ্বিতীয়ার বিকেলে সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো উদ্বোধন করলেন তিনি। রাজনীতির কথা বলবেন না বলেও ডাক দিলেন পরিবর্তনের।  সঙ্গে ছিলেন শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, সজল ঘোষ-সহ অন্যান্যরা।

    সোমবার বিকেলে দমদম বিমানবন্দরে নামেন অমিত শাহ। এর পর সোজা পৌঁছে যান সন্তোষ মিত্র স্কোয়ারে। তাঁর হাতেই উদ্বোধন হয় পুজোর। সেখান থেকেই রাজ্যবাসীরে দুর্গাপুজোর শুভেচ্ছা জানান শাহ। বলেন, “আমি বাংলায় এসেছি শুধুমাত্র মা দুর্গার আশীর্বাদ নিতে।” তিনি আরও বলেন, “আজ কোনও রাজনীতির কথা বলতে আসিনি। আমি আবার বাংলায় আসব। রাজনীতির কথা বলব আর পরিবর্তনের জন্য যা প্রয়োজন করব। তবে এখন দু্র্গা পুজো। আজ মায়ের কাছে গোটা দেশের জন্য সুখ-শান্তি প্রার্থনা করব। যেন অন্যায়মুক্ত হয় বাংলা।”

    এবার সন্তোষ মিত্র স্কোয়ারের মণ্ডপ তৈরি হয়েছে রামমন্দিরের আদলে। সে প্রসঙ্গে অমিত শাহ বলেন, “অযোধ্যায় রামমন্দিরের দরজা খোলার আগেই উত্তর কলকাতা রামমন্দির নির্মাণ করে ফেলল। আমি উদ্যোক্তাদের ধন্যবাদ দিতে চাই।” এর পরই সাফ জানালেন, বাংলায় পরিবর্তন আনতে যা প্রয়োজন তা করবেন তিনি। দ্রুতই দুর্নীতি মুক্ত হবে বাংলা।