সরকারিভাবে পালনের পাশাপাশি বৃহস্পতিবার রাজনৈতিক দলগুলিও স্বাধীনতা দিবস ও রাখিবন্ধন উৎসব পালন করল মালদহে

নতুন গতি নিউজ ডেস্ক, মালদহ : সরকারিভাবে পালনের পাশাপাশি বৃহস্পতিবার রাজনৈতিক দলগুলিও স্বাধীনতা দিবস ও রাখিবন্ধন উৎসব পালন করল মালদহে। বুধবার সন্ধ্যে থেকেই মালদহ জেলা প্রশাসন ইংরেজবাজার শহরের ফোয়ারা মোড়ে আয়োজন করেছিল ‘ফ্রিডম অ্যাট মিডনাইট’ নামে সাংস্কৃতিক অনুষ্ঠানের। রাত ঠিক ১২ টায় জাতীয় পতাকা তোলা হয় ও আতসবাজি পোড়ান হয়। এদিন সকাল ৯ টায় জেলা প্রশাসনিক ভবনের সামনে জাতীয় পতাকা উত্তলোন করেন জেলাশাসক কৌশিক ভট্টাচার্য। পরে সকাল ১০টা থেকে জেলা প্রশাসনের উদ্যোগে রাখি বন্ধন উৎসব হয় ফোয়ারা মোড়ে। এ ছাড়া বিভিন্ন স্কুল, কলেজ, সরকারি দফতর, ক্লাব ও নানা প্রতিষ্ঠানেও স্বাধীনতা দিবস ও রাখি উৎসব করা হয়েছে। এদিকে একইদিনে স্বাধীনতা দিবস ও রাখি বন্ধন উৎসব পড়ে যাওয়ায় দিনটিকে জনসংযোগের কাজে লাগায় রাজনৈতিক দলগুলি। তৃণমূলের জেলা সভাপতি মৌসম নুর এদিন সকালে নুর ম্যানশনে জাতীয় পতাকা উত্তোলন করেন। পাশাপাশি দলের জেলা কার্যালয়ে এদিন দলীয় নেতা-কর্মীদের হাতে রাখি বেধে দেন মৌসম নিজেই।বিজেপিও এদিন সকাল নটার পর জেলা কার্যালয় সহ ৪১টি মণ্ডল কার্যালয়ে জাতীয় পতাকা তোলা হয়।