|
---|
আজিম শেখ, বোলপুর: নিম্নমানের খাবার ও পচা কলা দেওয়ার অভিযোগে স্কুলের শিক্ষিকা ও হেল্পার কে ঘিরে বিক্ষোভ এলাকার বাসিন্দাদের। অভিযোগ বোলপুর থানার অন্তর্গত রায়পুর সুপুর পঞ্চায়েতের মহিদাপুর গ্রামের মীর্জাপাড়া অঙ্গনওয়ারী স্কুলে দীর্ঘদিন ধরে নিম্নমানের খাবার ও পচা কলা দেওয়ার অভিযোগ। অঙ্গনওয়ারীর চতুর্দিকের পরিবেশ বিভিন্ন আবর্জনার মধ্যে ভর্তি এই অভিযোগ তুলে এলাকার বাসিন্দারা আজ সকালে স্কুলের শিক্ষিকা অঞ্জনা দত্ত ও হেল্পার কে ঘিরে বিক্ষোভ ক্ষোভ এলাকার বাসিন্দাদের। এলাকার বাসিন্দাদের অভিযোগ দীর্ঘদিন ধরে খুব বাজে পরিবেশে খাবার রান্না করা হয়, খাবারের মানও খুব বাজে, পচা কলা দেয়া হয়। দীর্ঘদিন ধরে একাধিকবার বলা সত্ত্বেও কোনো লাভ হয়নি। এই খাবারের টাকা কোথায় যায় এটাই আমরা জানতে এসেছিলাম। যদিও অঙ্গনওয়ারী স্কুলের শিক্ষিকা অঞ্জনা দত্তের বক্তব্য খাবারের মান নিয়ে যেটা অভিযোগ করছেন সেটি সম্পূর্ণ মিথ্যা অভিযোগ। হ্যাঁ সত্যিই আমার স্কুলের পরিকাঠামো খুব বাজে, দরজা ভেঙে গেছে চালগুলো রাখার জায়গা নেই তাই মাটিতে পড়ে আছে। আমরা বিষয়টিকে উপর মহলে জানাবো।