|
---|
আরিফুল ইসলাম, হুগলী: এক মাসের ব্যবধানে পরপর দুবার বন্যা একেবারে নাজেহাল অবস্থা হুগলীর খানাকুল বাসীর।
অন্যদিকে বন্যা হোক বা আম্ফান ঝড় এবং করোনা মহামারীর শুরু থেকে একইভাবে রাজ্যজুড়ে ত্রাণ বিতরণের রেকর্ড গড়েছে বাংলার গর্ব নবাবিয়া মিশন। আজ আবারও বন্যা কবলিত মানুষদের পাশে দাঁড়ালো নাবাবীয়া মিশন।
হুগলী জেলার খানাকুলের প্রতান্ত গ্রামীণ এলাকার এই মিশন কে বার বার মানুষের পাশে দাঁড়াতে দেখা গেছে।
এবারেও ব্যতিক্রম হয়নি নাবাবীয়া মিশনের। সোমবার বিকেলে, মিশনের সাধারণ সম্পাদক সেখ সাহিদ আকবারের উদ্যোগে, আরামবাগ লোকসভার সাংসদ অপরুপা পোদ্দার এর হাত দিয়ে বন্যা কবলিত মানুষদের মধ্যে মিশন ক্যাম্পাস থেকে আনুষ্ঠানিকভাবে পাঁচশত দুঃস্থ অসহায়দের হাতে খাদ্য সামগ্রী ও শারদ উৎসব উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের মা-বোনেদের শাড়ি বিতরণ করা হয়।
সংসদ অপরুপা পোদ্দারকে নাবাবিয়া মিশনে তরফ থেকে স্বাগতম জানিয়ে বিশেষভাবে সংবর্ধিত করা হয়।
এদিন তিনি মিশন ক্যাম্পাস ঘুরে দেখেন এবং শিক্ষাক্ষেত্রে নাবাবিয়া মিশনে সমস্ত রকম প্রয়োজনে পাশে থাকার আশ্বাস দিয়ে মিশনের পরিচালনা কমিটির ভুয়সী প্রশংসা করেন তিনি।
আমি বহুদিন ধরেই নাবাবীয়া মিশনের সু নাম শুনে আসছি। কি আছে এই মিশনে আজ এসে দেখলাম। সর্বপরি আমাদের বাংলা সব ধর্ম সমন্বয় নিয়ে গঠিত তা আরও একবার প্রমান করে দিল নাবাবীয়া মিশন। সম্প্রতির মেলবন্ধন ফুটিয়ে তুললো শারদ উৎসব উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের মা-বোনেদের শাড়ি বিতরণের মাধ্যমে। সব শেষে তিনি বলেন, তার এমপি কোটা থেকে সমার্থ অনুযায়ী ছাত্র ছাত্রীদের থাকার জন্য একটি ভবন তৈরি করে দেব।
নাবাবীয়া মিশনের সাধারণ সম্পাদক
শেখ সাহিদ আকবার বলেন, শারদীয়া দূর্গা উৎসব উপলক্ষে নাবাবিয়া মিশনে প্রাঙ্গণ থেকে ৫০০ জন মানুষের হাতে বস্ত্র উপহার তুলে দেওয়া হল।
এই ত্রাণ সামগ্রী ও বস্ত্র বিতরনে আর্থিকভাবে সহযোগিতা করেছেন পতাকা ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেড এর কর্ণধার জনাব আলহাজ্ব মোস্তাক হোসেন সাহেব সহ বিশিষ্ট জনেরা আপনাদের সকলের সহযোগিতায় মিশন আজ বাংলার বুকে একটা সুনাম অর্জন করেছে সকলের সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করি।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, আরামবাগে লোকসভার সাংসদ মাননীয়া অপরুপা পদ্দার হুগলী জেলা পরিষদের কর্মদক্ষ শান্তনু ব্যানার্জি, খানাকুল পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি নাঈমুল হক, ঘোষপুর পঞ্চায়েত প্রধান শেখ হায়দার আলী সহ বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।
এই অনুষ্ঠান সম্পূর্ণ সুন্দরভাবে পরিচালনা করতে সহযোগিতা করেছেন খানাকুল থানা পুলিশ প্রশাসন।
এছাড়াও এদিন রাত্রিতে একটি দোয়ার মাহফিল আয়োজন করা হয় মিশনের তরফ থেকে। দোয়ায় মাহফিলে উপস্থিত ছিলেন ফুরফুরা শরীফের পীর আলহাজ্ব মাওলানা মহ: ওমর সিদ্দিকী সাহেব।