|
---|
নিজস্ব প্রতিনিধি, নতুন গতি, হাঁসখালি : তৃণমূল কর্মী খুনের চেষ্টার অভিযোগ উঠল বিজেপি কর্মীর বিরুদ্ধে বিজেপি কর্মীর বাড়িতে আগুন লাগিয়ে দেওয়ার প্রতিবাদে প্রায় এক ঘন্টা চল্লিশ মিনিট পর অবরোধ করল যুব মোর্চার সদস্যরা। ঘটনায় দোষীদের গ্রেপ্তারের দাবিতে নদিয়ার হাঁসখালি চিত্রশালী বাজারে প্রায় এক ঘন্টা চল্লিশ মিনিট পথ অবরোধ বিজেপি যুব মোর্চার সদস্যদের। আর এই পথ অবরোধের ফলে দুর্ভোগে পড়ে সাধারণ মানুষ।স্থানীয় সূত্রে খবর, নদিয়ার কৃষ্ণগঞ্জ বিধানসভা কেন্দ্রের জয়পুর গ্রামের বিজেপির একনিষ্ঠ কার্যকর্তা রাজীব মন্ডল এর বাড়ি সোমবার রাতে আগুন ধরিয়ে দেয়দুষ্কৃতীরা। অভিযোগ ওঠে আগুন লাগানোর ঘটনায় প্রত্যক্ষভাবে জড়িত তৃণমূল তারই প্রতিবাদে দোষীদের গ্রেফতারের দাবি তুলে চিত্রশালী বাজারে চৌরাস্তায় বিজেপি কর্মী কার্যকর্তা রাস্তা অবরোধ করে। ঘটনাস্থলে খবর পেয়ে যায় কৃষ্ণগঞ্জ থানার পুলিশ। এদিনের অগ্নিকাণ্ডের ঘটনায় জেলা বিজেপির যুব সভাপতি ভাস্কর ঘোষ জানান রাজীব মন্ডল বিজেপির একনিষ্ঠ একজন কর্মী। আর সে বিজেপি করে বলেই প্রতিশোধ নিতে তার বাড়িঘর জ্বালিয়ে দেওয়ার পরিকল্পনা নিয়েছে তৃণমূল।আমরা স্থানীয় পুলিশ প্রশাসনকে জানিয়ে গেলাম অবিলম্বে দোষীদের গ্রেপ্তার না করতে পারলে আমরা আরও বৃহত্তর আন্দোলনে শামিল হবো। গ্রামের লোকজন বিজেপি কর্মীর বাড়িতে ভাঙচুর চালায় আগুন ধরায় বলে অভিযোগ তৃণমূল তৃণমূল কোন কর্মী তাদের বাড়িতে আগুন ধরাতে যায়নি উক্ত জনতাই তাদের বাড়িতে আগুন লাগিয়ে দিয়েছে এবং ভাঙচুর করেছে এর সাথে তৃণমূল কোন কর্মী জড়িত নয়। স্থানীয় সাংসদের দাবি এই ঘটনার তৃণমূলের গোষ্ঠী কোন্দল এতে বিজেপি কোন কর্মী জড়িত নাই।