|
---|
আসিফ রনি, নতুন গতি, বহরমপুর: স্বাস্থ্যবান নাগরিক, শক্তিশালী দেশ- এই বার্তা দেশের জনগণের নিকট পৌঁছে দেওয়ার জন্য পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়ার প্রতিবছর গৃহীত কর্মসূচীর সমাপ্তি সমারোহ সম্পন্ন করল সংগঠনের পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি। স্বাস্থ্য সম্পর্কে জনগণকে সচেতন করার জন্য প্রতিবছরের ন্যায় পপুলার ফ্রন্ট এই বছরও ১- ১৫ অক্টোবর ২০১৯ দেশব্যাপী একটি প্রচারাভিযান চালায়। অভিযানের অংশ হিসাবে পোষ্টার, হ্যান্ডবিল, স্বাস্থ্যের জন্য ক্ষতিকর অভ্যাস, পানীয় ইত্যাদি বিরোধী পদযাত্রার আয়োজন করা হয়। দেশের বিভিন্ন প্রান্তে যোগা প্রদর্শনের আয়োজন করা হয়। শরীর চর্চার গুরুত্ব শিক্ষা দেওয়ার জন্য বিশিষ্ট চিকিৎসকদের আহবান করা হয়।
পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির উদ্যোগে ওই কর্মসূচীর অংশ হিসাবে ১২ কিমি ম্যারাথন দৌড়ের আয়োজন করা হয় মুর্শিদাবাদের তেঁতুলিয়ায়। উক্ত দৌড়ে মোট ৭৫ জন অংশ গ্রহণ করে।
প্রথম স্থান দখল করে মুস্তাফা, দ্বিতীয় স্থান অধিকার করে বসন্ত মন্ডল এবং তৃতীয় স্থান দখল করে মনিরুল। প্রথম থেকে তৃতীয় স্থান দখলকারীদের সার্টিফিকেট, ট্রফি সহ যথাক্রমে সাইকিল, বড় স্যান্ড ফ্যান ও ছোট টেবিল ফ্যান উপহার হিসেবে দেওয়া হয়েছে।
রাজ্য কমিটির সভাপতি মোঃ আসাদুল্লাহ বলেন “দেশ শক্তিশালী করতে হলে জনগণকে স্বাস্থ্যবান হওয়া আবশ্যক। উপস্থিত জনগণকে সম্বোধন করে বক্তব্য রাখেন বিশিষ্ট চিকিৎসক ডাঃ আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, ডঃ মো মিনারুল শেখ, হাসিবুল ইসলাম ও অন্যান্য সুধীজন।
স্বাস্থ্য সম্পর্কে পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়ার গৃহীত এই কর্মসূচী জনগণের জন্য উপকারী প্রমাণিত হবে বলে সকলেই মন্তব্য করেন। নারী, পুরুষ, যুবক, যুবতী, শিশু সকলেই এই কর্মসূচী উপভোগ করে।