|
---|
মহঃ সফিউল আলম, নতুনগতি, বীরভূম: কতিপয় সাহিত্যানুরাগী মানুষের এ যেন নিরলস প্রচেষ্টা ও শুভ প্রয়াস৷ যা এলাকা তথা জেলাবাসীর প্রশংসা কুড়িয়েছে৷ শিক্ষা ,সাহিত্য ও সংস্কৃতির অন্যতম চর্চাকেন্দ্র বীরভূমের হেতমপুরে এলাকার ঐতিহ্যকে অক্ষুন্ন রাখার লক্ষ্যে সাহিত্য পত্রিকা ‘ রাজভূমি ‘ র তৃতীয় বর্ষ সংখ্যার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়৷ ১৪ অক্টোবর সোমবার হেতমপুরে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা ও একাধিক ভিন জেলার বহু বিশিষ্ট সাহিত্যপ্রেমী ও গুণীজনেরা৷ অনুষ্ঠান মঞ্চে বসে চাঁদের হাট৷ পত্রিকার সম্পাদক তথা শিক্ষক ও সাহিত্যপ্রেমী কল্যাণ দে , সভাপতি পরিমল ঠাকুর সহ সহযোগী শুভাকাঙ্খীদের এদিন যথেষ্ট তৎপর থাকতে লক্ষ্য করা যায়৷ তাঁদের সাধুবাদ জানিয়েছেন অনেকে৷
দুপুর থেকে বিকেল পর্যন্ত চলে উক্ত অনুষ্ঠান৷ তৃতীয় বর্ষে রাজভূমি পত্রিকার আনুষ্ঠানিক প্রকাশ ঘটান কলকাতা থেকে আগত বিশিষ্ট কবি ও প্রাবন্ধিক সব্যসাচী দেব৷ নয়জন কৃতীবিদকে সংবর্ধনা জ্ঞাপন করা হয়৷সেই তালিকায় ৯৩ বছরের অবসরপ্রাপ্ত শিক্ষক, কবি, খেলোয়াড়, সাহিত্যিক, প্রবীণ নাগরিক, নাট্যকার, শ্রমজীবি রিক্সাচালকও ছিলেন৷ লিটিল ম্যাগাজিনের সম্পাদকদেরও সংবর্ধনা জানানো হয়৷ মানপত্র, উত্তরীয়, কিছু দ্রব্য সামগ্রীও তাঁদের হাতে সম্মাননা স্মারক হিসাবে তুলে দেওয়া হয়৷ এদিন মঞ্চে বিশিষ্টদের মধ্যে এ ছাড়াও উপস্থিত ছিলেন আকাশবানী ও দূরদর্শনের সঞ্চালক সুদীপ্ত রায়, বিধায়ক, দুবরাজপুর নরেশ চন্দ্র বাউরী, হেতমপুর রাজপরিবারের রাজকন্যা বৈশাখী চক্রবর্তী, অধ্যাপক ড. তপন গোস্বামী, সাহিত্যপ্রেমী পীযূষ পান্ডে, দুবরাজপুর রামকৃষ্ণ আশ্রমের শীর্ষ সেবক স্বামী সত্য শিবানন্দ মহারাজ প্রমুখ৷ অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন বাচিক শিল্পী তথা প্রাক্তন উপস্থাপিকা, এক্সপ্রেস নিউজ ইতি সিনহা পাল৷ পত্রিকা সম্পাদক কল্যাণ দে বলেন, সকলের সহযোগিতা পেলে আগামী বছরগুলিতে আরও সুন্দর অনুষ্ঠান ও ব্যতিক্রমী ভাবনায় পত্রিকা প্রকাশ করতে পারবো৷