|
---|
মেহবুব আলম মোল্যা, বাসন্তী: বাসন্তী থানার হোগল ডুরি এলাকার ঘটনা। আজ সকালে হোগল ডুরি গ্রামের বাসিন্দা আইয়ুব শেখ ও ছায়েম আলি সেখ পার্শ্ববর্তী বাজারে এলে তার দুই প্রতিবেশী বেধড়ক মারধর করে। বাঁধা দিতে গেলে আইয়ুবের সঙ্গে থাকা আরো এক আত্মীয় কে ও মারধোর করে। মারধরের ঘটনায় বাজারের লোকজন বেরিয়ে এলে পালিয়ে যায় অভিযুক্তরা। পরে বাজারের ব্যবসায়ীরাই উদ্ধার করে তাদেরকে বাসন্তী ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করে। এই ঘটনায় বাসন্তী থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে। পুলিশ সূত্রে খবর দীর্ঘদিন ধরে ওই গ্রামের বাসিন্দা আইয়ুব শেখ ও ছায়েম আলি সেখের সঙ্গে সাবির সেখের বিবাদ চলছিল। বিষয়টি আদালত পর্যন্ত গড়িয়েছিল। সম্প্রতি আদালতের রায় দেওয়ার পরও উভয় পক্ষ বিবাদে জড়িয়ে পড়ে। তার থেকেই মারধর করা হয় আইয়ুব ও ছায়েমকে। জায়েয আলী সেখের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ক্যানিং মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। বাসন্তী থানায় অভিযোগ দায়ের হয়েছে। পুলিশ অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে।