|
---|
নবাব মল্লিক, রায়দিঘী: এই মূহুর্তের সব থেকে বড় খবর বাইকের সঙ্গে ইঞ্জিন ভ্যানের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হয় একদিন ভ্যানচালকের। ভ্যানচালকের নাম শংকর মন্ডল, বাড়ি ভান্ডারী চক, বয়স 28। যেটি জানা যাচ্ছে যে মান্নারচক কৃষি অফিসের সামনে মটোরভ্যান নিয়ণত্রণ হারিয়ে রাস্তার উপর উল্টে যায়। ঠিক সে মূহুর্তের কোম্পানিরঠেক এর দিকে যাওয়া একটি বাইক মটোরভ্যানটিতে ধাক্কা মারে। স্থানীয় বাসিন্দারা আহত যাত্রীদের রায়দিঘী গ্রামীণ হসপিটালে নিয়ে যায়। প্রাথমিক চিকিৎসা চলাকালীন মটোরভ্যান চালকের মৃত্যু হয়। দুর্ঘটনা গ্রস্থ বাইক চালককে ডায়মন্ডহারবার হসপিটালে স্থানান্তরিত করা হয়েছে। বাকি যাত্রীদের চিকিৎসা চলছে।